জেগে থাকি।।
/————————–/
আকাশের বুক জুড়ে কত সহস্র তারাদের বাস, ঘুম পরীদের ওদের উপর ভীষন রাগ,তাদের জাদুরকাঠি যে এখানে কাজ করে না।
এ যে রাত জাগা তারাদের রাজ্য।
ঔই যে দূরে একটা ছোট্ট তারা দেখছো…..
কি যেনো খুঁজছে সে !
বহুদিন ভালো করে ঘুমোয়নি বোধহয়…….
ভালোবাসার সংগে ঘুমও তাকে ছেড়ে গিয়েছে চিরিদিনের মত!!
ঠিক যেনো আমারই মত……..
তাই ওকে আমার দলে নিলেম। আর ওই দেখো ওওওই তো ওইখানে কিছু তারা ভীর করে আছে,
ওদের বড্ড অভাব…..
ভালোবাসার অভাব……
তাই এমনি করেই রাত জেগে রয়।
একটা গোপনীয় কথা বলি শোন….
ঔযে সুখতারা টা দেখছো তার আবার গভীর প্রণয় জ্যোৎস্নার সাথে,
অন্য কেউ তাকে অনেক করে চেয়েও পায়নি।
ঔযে এইখানে মিটমিট জ্বলছে যে তারা টি…. সে জেগে থাকে…… জেগে থাকে… কেবল জেগে থাকে অন্তহীন অপেক্ষায় বছরের পর বছর। জানো…? সে ভীষণ অবুঝ…. তাই তো সে জানেই না অপেক্ষার ওপারে আছে শুধু বিরহ…. ভীষণ একলা হয়ে যাওয়ার গল্প।
আলোর জগত যখন তন্দ্রাচ্ছন্ন হতে হতে ক্লান্ত নয়নে ঘুমিয়ে পরে….
সব রাত জাগা তারারা তখন একে একে ভীর করে আমার আকাশে। দল বেধে গল্প শোনায়…..
মন ভাঙার গল্প! আর মন ভাঙার গল্প গুলোই যে সত্যিকার ভালোবাসার গল্প।
তাই তো জেগে থাকি….. আর জাগিয়ে রাখি কঠিন শাসনে আমার পুড়ে যাওয়া মন কে…..।।
জাহিফ শরীফ নাসিম।
ঢাকা : ১৭/০১/২০১৮ ইং।