চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি.লিট ডিগ্রি নিলেন প্রণব মুখার্জি

0
0

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার কিছুক্ষণ পর দুপুর ১ টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল প্রাঙ্গণে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। এর কিছুক্ষণ পরই তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডি.লিট ডিগ্রি দেয়া হয়।

ভারতের সাবেক রাষ্ট্রপতি অনুষ্ঠানস্থলে আসার সাথে সাথে শুরু হয় সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতা। দুপুর ১ টা ২৫ মিনিটে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর ১ টা ৩০ মিনিটে উদ্বোধনী সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।

দুপুর ১ টা ৩৮ মিনিটে প্রণব মুখার্জিকে স্মারক তুলে দেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। এরপরই উত্তরীয় পরিয়ে দেন উপ-উপাচার্য শিরীন আখতার। এরপর উপাচার্য উদ্বোধনী ভাষণ দেয়ার পর প্রণব মুখার্জিকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি দেয়া হয়। সমাবর্তন পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. কামরুল হুদা।