গাছ কেটেই যশোর রোড সম্প্রসারণ করা হবে : পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

0
259

গাছ কেটেই যশোর রোড সম্প্রসারণ করা হবে, তা না হলে এত জমি পাবো কোথায়? গাছ রাখলে কৃষকের ফসলের জমি নষ্ট হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সড়ক সম্প্রসারণের পর আবারও গাছ লাগানো হবে বলে আশ্বাস দেন তিনি। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভা শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী। মুস্তফা কামাল বলেন, গাছ রেখে কৃষকের জমি নিয়ে লাভ নেই। গাছ নেই এমন কোনো সড়ক দেশে পাওয়া যাবে না। আমরা সড়কটি সম্প্রসারণ করেই গাছ লাগাতে পারবো। ফসলের জমি নষ্ট করে ভাত খাবো কীভাবে? আবেগ দিয়ে কিছু হয় না, গাছও চিরজীবন বেঁচে থাকে না। এটাও একদিন বিদায় নেবে।

গাছ ভালোবাসে না এমন কাউকে পাওয়া যাবে না। সড়কটি সম্প্রসারণ করেই আরও বেশি বেশি গাছ লাগানো হবে বলেও আশ্বাস দেন পরিকল্পনা মন্ত্রী। যশোর-বেনাপোল মহাসড়ক পাঁচ মিটার সম্প্রসারণ করতে কেটে ফেলার সিদ্ধান্ত হয়েছে ইতিহাসের সাক্ষী ও পরিবেশ রক্ষার কবজ শতবর্ষী ২ হাজার ৩শ’ গাছ।