বাগদাদে জোড়া বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৬

0
0

ইরাকের রাজধানী বাগদাদে সোমবার জোড়া বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। বাগদাদে তিন দিনের মধ্যে এটি এ ধরনের দ্বিতীয় হামলা।
পূর্ব বাগদাদের স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. আব্দেল গণি আল-সাদি জানান, এই হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত ও আরো ৯০ জন আহত হয়েছে।খবর বার্তা সংস্থা এএফপি’র।জয়েন্ট অপারেশন কমান্ডের মুখপাত্র জেনারেল সাদমান বলেন, বাগদাদের মধ্যাঞ্চলীয় তাইয়ারান স্কোয়ারে দুই আত্মঘাতী হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।তায়ারান স্কোয়ারে একটি বাণিজ্যিক কেন্দ্র। দিনমজুররা প্রতিদিন ভোরে কাজের সন্ধানে এখানো জড়ো হয়।তাৎক্ষণিকভাবে কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। সাধারণত ইসলামিক স্টেট গ্র“প ইরাকে এ ধরনের অধিকাংশ হামলা চালিয়েছে।
এদিকে, আফগানিস্তানে দুটি পৃথক বিমান হামলায় অন্তত ৩২ জঙ্গি নিহত হয়েছে।সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।আফগান ন্যাশনাল আর্মি’র বিমান বাহিনী রোববার তালেবান জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। এতে ২৮ জঙ্গি নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় ফারাহ্ প্রদেশের খাকি সাফেদ জেলায় এ অভিযান চালানো হয়।খবর বার্তা সংস্থা এএফপি’র।নিহতদের মধ্যে সরদার আশকোন বিকওয়াহি রয়েছেন। তিনি ফারাহ্য় তালেবান ছায়া সরকারের উপ-প্রধান ছিলেন।মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এছাড়াও এই অভিযানে তালেবানের দুই বিভাগীয় কামান্ডার আব্দুল শুকুর ও আওয়াজ গুলিস্তানিও নিহত হয়েছেন।রোববার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের নাহরি সরজ জেলায় পৃথক বিমান হামলায় চার তালেবান জঙ্গি প্রাণ হারিয়েছে।এই অভিযানে জঙ্গিদের ছয়টি মোটরসাইকেল ও তিনটি যানবাহন এবং বিপুল অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে।