এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষক-কর্মচারী এবং জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের পর এবার আমরণ অনশন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। কনকনে শীতের মধ্যে টানা অনশনে প্রায় ২০০ জন অসুস্থ হয়ে পড়লেও জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা।বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল ১১ টা থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ অনশন করছেন তারা।এর আগে গত ১০ জানুয়ারি থেকে এ দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেন তারা।
আন্দোলনকারী শিক্ষকরা বলেন, শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণে এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকরা জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেমেছেন। সারাদেশের প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী এ আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন।তারা বলেন, দেশের ৯৭ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে। তারা সেসব প্রতিষ্ঠান চালালেও নামে মাত্র বেতন-ভাতা পাচ্ছেন। তা দিয়েই মানবেতন জীবনযাপন করতে হচ্ছে। অথচ ৩ শতাংশ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উচ্চমানের বেতন-ভাতা পাচ্ছেন। এ কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। এ দাবিতে আমরা রাজপথে নেমেছি।সারাদেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচটি সংগঠন এক জোট হয়ে ‘বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরামের’ উদ্যোগে এ আন্দোলন শুরু হয়েছে।শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেও তার ‘আশ্বাসে’ সাড়া না দেননি এই শিক্ষকরা। প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী কাছ থেকে জাতীয়করণের ‘স্পষ্ট ঘোষণার’ অপেক্ষায় অনশন ভাঙেননি তারা।
গত ১ জানুয়ারি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান শুরু করে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রারাসা শিক্ষক সমিতি; যা আটদিন পর আমরণ অনশনে রূপ নেয়।শিক্ষকনেতারা জানিয়েছেন, সোমবার সকাল পর্যন্ত টানা অনশনে অসুস্থ হয়ে চিকিৎসা নিতে হয়েছে প্রায় ২০০ জনকে, দুইজন আছেন হাসপাতালে।নিজের আট বছর বয়সী ছেলেকে নিয়ে প্রথমদিন থেকে সেখানে আছেন ভোলার রহিমা বেগম, চরফ্যাশন উপজেলার উত্তর মাদ্রাজ ওলিউদ্দিন ইবতেদায়ী মাদ্রাসায় ১৪ বছর ধরে পড়ান তিনি।শীতের রাতে ছেলেকে নিয়ে কষ্টের কথা প্রকাশ করলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলে জানান তিনি। তার সঙ্গে আরো ১৩ জন নারী শিক্ষক আমরণ অনশনে আছেন।চরফ্যাশনের একটি কলেজ থেকে বিএ পাস করে শিক্ষকতায় আসা রহিমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ১৪ বছর ধরে আমি ছেলে-মেয়েদের পড়াই, কিন্তু কোনো বেতন পাই না, ভাতা পাই না। আগে বই দেওয়ার পাশাপাশি উপবৃত্তি দিত। এখন উপবৃত্তি দেওয়াও বন্ধ।জাতীয়করণের আশ্বাস পেতে পেতে শিক্ষকরা এই পর্যায়ে ঠেকেছেন উল্লেখ করে তিনি বলেন, আমাদের দাবি জাতীয়করণ। বেতন না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।৩৩ বছর ধরে প্রায় সাত হাজার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা বেতন-ভাতা ছাড়াই’ শিক্ষার্থীদের পড়িয়ে যাচ্ছেন বলে দাবি অনশনকারী শিক্ষকদের।বেতন না পাওয়ায় শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজ করে ছয়জনের সংসার চালান জয়পুরহাটের শিক্ষক আবদুল মোমিন।
আন্দোলনের শুরু থেকেই স্বেচ্ছাসেবকের দায়িত্বও পালন করতে দেখা যায় জয়পুরহাটের কালাই উপজেলায় মাত্রাই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এই শিক্ষককে।তিনি বলেন, আমাদের মাদ্রাসার চারজন শিক্ষকের সবাই অনশনে এসেছি। রাতে কনকনে শীতে এ সময়ে ঘরের ভেতরে অবস্থান করতেও কষ্ট হয়, অথচ সে অবস্থায় আমরা এখানে আছি। তবুও কেউ যেন আমাদের কথা শুনছে না।আগেরদিন বৈঠকের পর বৈঠক হয়েছে, সমাধানতো কিছু হয়নি। আমরা বেতনের ঘোষণা না আসা পর্যন্ত এখান থেকে যাব না।তিনি বলেন, আমরা ছাত্র-ছাত্রীদের দিকে তাকিয়ে অনেক কষ্ট হলেও মাদ্রাসা ছেড়ে যাইনি। প্রয়োজনে চাষাবাদ করেছি, আলু আবাদ করে সংসার চালিয়েছি। আমরা শিক্ষকরা ঢাকায় এলেও আমার স্ত্রী, সভাপতির স্ত্রী ও সভাপতির মেয়ে মিলে মাদ্রাসা খোলা রেখেছে।এক হাজারের বেশি শিক্ষক আমরণ অনশনে অংশ নিচ্ছেন বলে জানান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী।লক্ষ্মীপুর সদরের পূর্ব জামিরহাট স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এই প্রধান শিক্ষক বলেন, “শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হলেও তিনি আমাদের আশ্বস্ত করতে পারলেন না। আমরা বলেছি, আপনারা জাতীয়করণের ঘোষণা দিন, প্রয়োজনে ক্রমান্বয়ে সেটা বাস্তবায়ন হোক।এক সাথে ১০ হাজার মাদ্রাসাকে জাতীয়করণ করে শিক্ষকদের বেতন দিতে বলি নাই আমরা। বলেছি, অর্থ সংকট থাকলে শর্তপূরণ সাপেক্ষে ক্রমান্বয়ে করতে পারেন সেটা। কিন্তু তারা ঘোষণা দিতে নারাজ।নিকাহ রেজিস্ট্রার হিসাবে কাজ করে এবং প্রবাসী ছেলের আয়ে সংসার চলে জানিয়ে রুহুল আমিন বলেন, শীতের মধ্যে না খেয়ে, না ঘুমিয়ে আমরা অনশনে আছি। ওষুধ দরকার, ওষুধ নাই, টয়লেটের দরকার, টয়লেট নাই। এই তীব্র শীত নিয়ে আমরা আছি, কিন্তু জাতীয়করণের ঘোষণা না পেলে এখান থেকে যাব না।রোববার আন্দোলনরত মাদ্রাসা শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে তোলার আশ্বাস দেন। মন্ত্রী শিক্ষকদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধও করেন।