তুমি জীবন্ত – জাহিদ শরীফ নাসিম

0
0

তুমি জীবন্ত।।
———-
প্রচন্ড ঠান্তা চারপাশ,
নিরব নিস্তব্দ, কুয়াশার চাদর ,
পাশের মসজিদে আচমকা আজানের ধ্বণি
স্বভাব সুলভ হাত ফোনে,তোমার নাম্বার
বেজে চলছে অবিরাম –
অভ্যাসটা আজ বদাভ্যাসে পরিণত!!
মনের ক্যানভাসে আকি শতরূপ,
আজ অবদি যা মুখে বলি নাই
আজ তা না বলে যদি চলে যেতে হয় ..
‘আমিও তোমায়, হ্যাঁ পৃথিবীর সবটুকু ভালবাসা, সবটুকু আবেগ দিয়ে ভালোবাসি ভালোবাসি’
আমি বদ্ধ উন্মাদ, আজ আমি ক্ষয়িত।
তুমি বাস্তব, তুমি জীবন্ত।।

জাহিদ শরীফ নাসিম।
ঢাকা:৭-০১-২০১৮ ইং।