শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবীতে পাবনার ঈশ্বরদীতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

0
118

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবীতে পাবনার ঈশ্বরদীর বেসরকারী কলেজ ও মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রেলগেট এলাকায় শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহব্বায়ক ফজলুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, কারিগরি শিক্ষক সমিতির সভাপতি আরজাহান আলী, প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন, সহাকী অধ্যাপক রাজিবুল আলম ইভান, প্রভাষক মোফাজ্জল হোসেন, শিক্ষক মিনহাজ উদ্দিন, আব্দুর রাজ্জাক, আব্দুল করিম, মুক্তার হোসেন বাবুল, প্রভাষক ফারহানা হোসেন, শিক্ষক রেজাউল ইসলাম রকি, আনোয়ার হোসেন, মাসুদ হায়দার খান প্রমূখ।

সমাবেশে বক্তারা ৫ ভাগ বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতাসহ ১১ দফা দাবী দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন দাবী মেনে নেওয়া না হলে আগামী ২২ জানুয়ারী হতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষকরা মাঠে নেমে আন্দোলন-সংগ্রাম চালাবে। পরে শিক্ষকরা বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।