” মায়াবী অভিশাপ।। “
—————–
বরফ শীতল রাতের নীরবতা আজ গ্রাস করতে চলেছে আমার একাকীত্ব…
আকাশে শুক্ল পক্ষের গোলগাল চাঁদ কুয়াশার চাদর মুড়েছে
এমন রাতের নীরবচারী একাকীত্বে ফিরে আসে আমার ধর্ষিত অশরীরী ভালোবাসার আর্তনাদ ।
বিবাগী প্রেমিক আত্মা শুয়ে একাকি একা
সাথে শীতল রাত্রির ভৌতিক নীরবতা ।
আন্যমনা হয়ে শুধু ভাবি
কেউ যেন বলে উঠবে কেমন আছো প্রিয়তম ?
আমি তো ভালোই আছি তোমার বিহনে, তবে
কেন তুমি পরে আছো অতীত নিয়ে!!
প্রতারিত ভালবাসার মৃত আত্মারা আজ
দাড়িয়ে আমার সামনে আছে হাত বাড়িয়ে …।
কে?
ঐ তো সে …
আমার প্রিয়তমা
যার কাছে আমার হৃদয় রেখেছিলাম জমা।
বহুকাল আগে সে এই হাতের নিচে দিয়েছিল তার হাত সপে….
বলেছিল আমৃত্যু যাবে না ছেড়ে এই হাত…
সেই থেকে বয়ে বেড়াচ্ছি আমি তার সেই অভিশাপ ।
*******************
ঢাকা: ০৯/০১/২০১৮ ইং।