পাবনার ঈশ্বরদী জংশন ষ্টেশনে সুন্দরী তরূনী যাত্রীকে যৌন হয়রানির ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ২ কনেষ্টবলকে ক্লোজড করা হয়েছে। ক্লোজড হওয়া ২ পুলিশ সদস্য হচ্ছেন, সাজ্জাদ (১০৭৮) ও অসীম (১০৭৯)। মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী জংশন ষ্টেশনে এই ঘটনা ঘটে। ট্রেনযাত্রী এ্যাডভোকেট শাম্মী আক্তার জানান, আন্ত:নগর রূপসা এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী হতে বিরামপুর যাওয়ার উদ্দেশ্যে তিনি তাঁর মেয়ে ও ছেলেকে নিয়ে ২ নম্বর প্লাটফর্মে অপেক্ষা করছিলেন। ট্রেন লেট থাকায় তারা দীর্ঘসময় প্লাটফর্র্মে বসেছিলেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ওই ২ পুলিশ সদস্য বিভিন্নভাবে তাঁর মেয়েকে লক্ষ্য করে ইশারা ও অংগভঙ্গি করছিলো। এক সময় ওই লাইনে একটি লোকাল ট্রেন এলে ওই ২ জন ট্রেনের কামরায় উঠে মোবাইলে তাঁর মেয়ের ছবি তোলেন। তিনি তাঃক্ষনিক ভাবে প্রতিবাদ করতে তাদের দিকে এগিয়ে গেলে ওই ২ জন পাশেই জিআরপি থানার মধ্যে ঢুকে পড়েন। এই অবস্থায় তারা থানায় ঢুকে পড়লে শাম্মী অক্তারও থানায় যান। মা শাম্মী আক্তারকে পুলিশ থানায় ঢুকতে বাধা প্রদান করেন। এক পর্যায়ে সেন্ট্রি শাম্মী আক্তারের সাথে দূর্ব্যবহার করেছে বলে অভিযোগ করেন তিনি। শাম্মী আরো জানান, ওই সেন্ট্রি তাকে ঢুকতে না দিয়ে বলেন, এ ধরণের কেউ থানায় প্রবেশ করেনি। শাম্মী জানান, অথচ সে সময় ওই ২ জন থানার ভেতরে চেয়ারে বসে ছিলো। ঘটনার প্রতিবাদ করেও কোন ফল তিনি পাননি। ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং এক পর্যায়ে থানার অফিসার ইনচার্জকে খবর দেন। অফিসার ইনচার্জ রুহুল আমিন খান থানায় এসে যাত্রী এবং উপস্থিত মানুষের অভিযোগ শুনে তাৎক্ষনিক ঘটনা তদন্ত করেন। তদন্তে ঘটনার সত্যতা খুঁজে পান তিনি। এরপর ২ পুলিশ কনেষ্টবলকে ক্লোজড করেন। অভিযুক্ত পুলিশ সদস্য হচ্ছেন, সাজ্জাদ (১০৭৮) ও অসীম (১০৭৯)। ক্লোজড হওয়া ওই ২ পুলিশ সদস্যদের সৈয়দপুর রেলওয়ের পুলিশ লাইনে পাঠানো হবে বলে অফিসার ইনচার্জ রুহল আমিন খান জানান।