স্ত্রীর নামে অবৈধ সম্পদ রাখা বন্ধে কাজ করছে দুদক: দুদক চেয়ারম্যান

0
144

স্ত্রীর নামে অবৈধ সম্পদ রাখা বন্ধে দুদক কাজ করবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান সৈয়দ ইকবাল মাহমুদ। সোমবার দুপুরে বিদেশে ১৬৫ কোটি টাকা পাচারের অভিযোগে এবি ব্যাংকের এক পরিচালককে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এদিন, ঋণ জালিয়াতির অভিযোগে সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

সিঙ্গাপুরভিত্তিক অফশোর কোম্পানি খোলার নাম করে দুবাইয়ে ১৬৫ কোটি টাকা পাচারের অভিযোগে এবি ব্যাংক উর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে ধারাবাহিকতায় সোমবার সকাল নয়টায় ব্যাংকটির পরিচালক বিবি সাহা রায় দুদক কার্যালয়ে উপস্থিত হন। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার এবি ব্যাংকের অর্থ পাচারের অভিযোগটি অনুসন্ধান করছেন। দুই পরিচালক বিবি সাহার বক্তব্য গ্রহণ করেন।

এদিন, আলোচিত প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার ঋণ জালিয়তির অভিযোগে দুপুরে তৃতীয়বারের মতো বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকেও জিজ্ঞাসাবাদে জন্য দুদকে তলব করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদক চেয়ারম্যান সৈয়দ ইকবাল মাহমুদ বলেন, ‘দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা নানা নামে অর্থ-সম্পদ জমা যেন না করতে পারে সেজন্য এগুলো বন্ধে কাজ করবে দুদক।’ এছাড়া অপচয় ও দুর্নীতি বন্ধে নতুন বছরে সরকারের ২৫টি দুর্নীতি খাতে দুদক তীক্ষ্ণ নজর রাখবে বলেও জানান তিনি।।