তীব্র শীতে নওগাঁয় শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি সেবাদানে হিমসিম খাচ্ছে কতৃপক্ষ

0
165

মাঝারী থেকে ভারী শৈত্যপ্রবাহে ও তিব্র ঠান্ডায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নওগাঁয় শিশু রোগীর সংখ্যা আশংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে । নওগাঁ সদর হাসপাতালে শিশু রোগীর ঢল বেড়ে যাওয়ায় বেড ও স্যালাইন সংকট দেখা দিয়েছে । নওগাঁ সদর হাসপাতালে মাত্র ২০ টি শিশু বেড রয়েছে কিন্ত বর্তমানে ৫০ টির উপরে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত শিশু ভর্তি রয়েছে। এ ছাড়া প্রতিদিন দু থেকে আড়াই শো শিশু শীত জনিত রোগে আক্রান্তা হয়ে হাসপাতালে আসছে ।

হাসপাতালে দায়িত্বরত নার্স মর্জিনা আকতার জানান হটাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমসিম খেতে হচ্ছে তাদের । এ ছাড়া শিশুদের জন্য স্যালাইন সংকট দেখা দিয়েছে। ভর্তি শিশুর স্বজনরা বলছে হটাৎ তীব্র ঠান্ডায় শিশু ঘনঘন পাতলা পায়খানা করছে ফলে হাসপাতালে আসতে হয়েছে ।