এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশন: অসুস্থ শিক্ষকদের সংখ্যা দাঁড়িয়েছে ৯০

0
192

এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনের পঞ্চম দিনে অসুস্থ নন-এমপিও শিক্ষকদের সংখ্যা দাঁড়িয়েছে ৯০-এ। এর মধ্যে চার জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের মুখপাত্র শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন।তারা জানান, অসুস্থ শিক্ষকদের মধ্যে ফেডারেশনের সভাপতি মাহমুদুন্নবী এবং সাধারণ সম্পাদক বিনয় ভূষণও রয়েছেন। তবে তাদের হাসপাতালে ভর্তি করা হয়নি। তারা অনশনরত শিক্ষকদের সঙ্গেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন।
সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ঠাকুরগাঁয়ের তসলিম উদ্দিন, পিরোজপুরের আব্দুস সালাম, পটুয়াখালীর হেমায়েত উদ্দিন ও ভোলার ফজলুল হক ফিরোজ।অনশনে অসুস্থ হয়ে পড়া শিক্ষকদের সংখ্যা বাড়ছেতিনি আরও বলেন, এমপিওভুক্তির সুনির্দিষ্ট সময় ঘোষণার দাবিতে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। এমপিওর ব্যাপারে নিশ্চিত না হয়ে আমরা কেউ বাড়ি যাব না।এর আগে, নন-এমপিও শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে বুধবার (৩ জানুয়ারি) বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, বুধবারের মধ্যে দাবি আদায় না হলে তারা আজ বৃহস্পতিবার থেকে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন। তবে শিক্ষক সমিতির এই দাবির সঙ্গে দ্বিমত জানিয়ে আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছিলেন, তারা রাজপথে অনশনের মাধ্যমেই দাবি আদায় করবেন।উল্লেখ্য, এমপিওভুক্তির দাবিতে দেড় বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন নন-এমপিও শিক্ষকরা। আমরণ অনশন, অবস্থান ধর্মঘট, শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী বরাবর বিভিন্ন সময়ে তারা স্মারকলিপি দিয়েছেন এই একই দাবিতে। তা সত্ত্বেও ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তি অথবা বাড়তি ভাতার ব্যবস্থা করতে কোনও বরাদ্দ রাখা হয়নি। তাই আবার রাজপথে নেমেছেন শিক্ষক-কর্মচারীরা। গত ২৬ ডিসেম্বর থেকে তারা অবস্থান নিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। এর মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানালেও সেই আহ্বান প্রত্যাখ্যান করে তারা আমরণ অনশন ধর্মঘট পালন করছেন।
জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশনরত শিক্ষকরাজাতীয় প্রেসক্লাবের সামনে গত ২৬ ডিসেম্বর থেকে অনশনরত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মুখে অবশেষে হাসি ফুটতে যাচ্ছে। এই শিক্ষকদের এমপিও দেওয়ার প্রাথমিক কার্যক্রম শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে নতুন এমপিওভুক্তি সংক্রান্ত একটি প্রস্তাব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরে সংশোধিত এমপিও নীতিমালার খসড়া অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে খসড়াটি চূড়ান্ত হয়ে আসার পর শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির জন্য আবেদন চাওয়া হবে। এরপর যাছাই-বাছাইয়ের মাধ্যমে এমপিওভুক্ত করা হবে।২০১৩ সাল থেকে এমপিওভুক্তির (মান্থলি পেমেন্ট অর্ডার) দাবি জানিয়ে আসছেন নন-এমপিও সরকারি শিক্ষকরা। কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দিলেও তা আলোর মুখ দেখেনি। ফলে সর্বশেষ গত ২৬ ডিসেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অমরণ অনশনের নামেন শিক্ষকরা। গত ২ জানুয়ারি তাদের আবারও আশ্বাস দেওয়ার জন্য উপস্থিত হন শিক্ষামন্ত্রী নিজে। কিন্তু শিক্ষামন্ত্রীর আশ্বাসে তারা আস্থা না রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরপরই এমপিও প্রত্যাশীদের বিষয়ে কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরকে।এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব সালমা জাহান বলেন,‘নতুন এমপিওভুক্তি সংক্রান্ত একটি প্রস্তাব মাউশি থেকে দেওয়া হয়েছে। এটা নিয়ে প্রাথমিকভাবে কাজ শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করবে। অর্থ মন্ত্রণালয় থেকে থোক বরাদ্দ পেলে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে তা যাচাই-বাছাই হবে। দেখা যাক কী হয়।এদিকে মন্ত্রণালয় ও মাউশি সূত্র বলছে, অর্থ মন্ত্রণালয় থেকে খসড়ার চূড়ান্ত অনুমোদন পেলে শিক্ষা প্রতিষ্টানগুলোর শিক্ষার্থীদের ফলাফল, প্রতিষ্ঠানের অবকাঠামো, পর্যাপ্ত শিক্ষার্থী, শিক্ষকের শিক্ষাগত যোগ্যতাসহ কয়েকটি বিষয় মূল্যায়ন করে শিক্ষকদের এমপিওভুক্তির জন্য নির্বাচন করা হবে।মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন, ২০০৯ সালের ১৬ জুন সর্বশেষ নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির পর আর কোনও উদ্যোগ ছিল না। বর্তমানে সারাদেশের প্রায় সাড়ে সাত হাজার নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির অপেক্ষায় রয়েছে।মাউশির পরিচালক (প্রশাসন) অধ্যাপক শামছুল হুদা বলেন, ‘এই সরকার কাউকে নিরাশ করেন না। শিক্ষামন্ত্রী গত ২ জানুয়ারি অনশন ভাঙাতে গেলেন, সেখানে তিনি সরাসরি কথা দিলেন, তবুও শিক্ষকরা মানলেন না। ওইদিনই মন্ত্রী নির্দেশনা দিলেন তাদের বিষয়ে কার্যক্রম শুরু করতে। সেভাবেই কাজ শুরু হয়েছে।তিনি আরও বলেন, হুট করে তো কিছু করা যায় না। দেশের এতগুলো প্রতিষ্ঠান, সেগুলো যাচাই-বাছাইয়ের দরকার রয়েছে। নীতিমালা সংশোধন করার প্রয়োজন রয়েছে। অর্থ মন্ত্রণালয় এই বছরেই থোক বাজেট দেবে নাকি আগামী বাজেটে দেবে তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ফলে এ কাজগুলোতো তো মুখের কথায় হয় না। নিজেদের ব্যয়ে এসব প্রতিষ্ঠান চালানোর কথা ছিল। তবুও তারা আজ জোর জবরদস্তি করছে। ফলে কিছু তো করার নেই। তাদের কষ্টও সরকারকে দেখতে হবে। কার্যক্রম শুরু করা হয়েছে। দেখা যাক কী হয়।উল্লেখ্য, এমপিওভুক্তির দাবিতে রাজধানীতে টানা আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। গত চারদিন ধরে তারা আমরণ অনশন পালন করছেন। আর টানা ৯ দিন ধরে চলছে তাদের অবস্থান। এমপিওভুক্তির সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া এই অনশন তারা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।