ইরানের আন্দোলনের পেছনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ

0
0

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনি। এ ছাড়া ইরানের অন্যান্য নেতারাও এ বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরবের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন। ইরানের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ইশাক জাহাঙ্গিরিও বিক্ষোভের পেছনে অর্থনৈতিক কারণ ছাড়াও অন্য কোনো শক্তির হাত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ইরানের রাস্তায় যা হচ্ছে, তার পেছনের ব্যক্তিরা ধারণা করছে তাঁরা সরকারের ক্ষতি করতে পারবেন। তবে পেছন থেকে এসব বিক্ষোভের কলকাঠি যারা নাড়েন, তাঁরা অনেক সময় তা নিয়ন্ত্রণের যোগ্যতা রাখেন না। ইরানে গত কয়েকদিনের বিক্ষোভে বেশ কয়েকশ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।