১৯মার্চ সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দাবি, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১৯৭১সালের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের পর ১৯মার্চ পাকিস্তানীদের বিরুদ্ধে গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে অংশ নেয়া যোদ্ধারা প্রধানমন্ত্রীর কাছে মুক্তিযোদ্ধার স্বীকৃতির দাবী জানিয়েছেন। একই সঙ্গে ১৯ মার্চকে ‘সশস্ত্র প্রতিরোধ দিবসের’ স্বীকৃতিরও দাবী জানিয়েছেন তারা। ওই সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে অংশ নেয়া ২৬ জন যোদ্ধা রবিবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, ১৯৭১সালের ‘‘১৯মার্চকে সশস্ত্র প্রতিরোধ দিবস’’ ঘোষণা ও মুক্তিযোদ্ধার স্বীকৃতির দাবীতে বিজয়ের মাসের শেষদিন রোববার সকালে তৎকালীন প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে অংশ নেয়া সাহসী যোদ্ধারা জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দিয়েছেন।

সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা ও গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রচার সম্পাদক মো: ওলিউল্লাহ হাওলাদার জানান, ১৯৭১সালের ৭মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার লক্ষে তৎকালীণ জয়দেবপুরস্থ পূর্বপাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরির সার্কুলার মার্কেটে অর্ডিন্যান্স ফ্যাক্টরির কর্মকর্তা-কর্মচারীসহ মুক্তিকামীরা ৮মার্চ থেকে প্রশিক্ষণ শুরু করি। প্রশিক্ষণরত অবস্থায় ১৯মার্চ সকাল ১০টার সময় শুনতে পাই ভাওয়াল রাজবাড়ীস্থ সেকেন্ড বেঙ্গল রেজিমেন্টের বাঙ্গালী সৈনিকদের নিরস্ত্র করার জন্য ব্রিগেডিয়ার জাহানজেবের নের্তৃত্বে বেলুচ রেজিমেন্টের সৈন্যরা আসছে। এ প্রেক্ষিতে প্রশিক্ষণরতরা অর্ডিন্যান্স ফ্যাক্টরির দায়িত্বে নিয়োজিত পাকসেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার কলিমউল্লাহকে তার অফিস কক্ষে আটক করে রাখেন। পরে তারা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে জয়দেবপুরের রেলক্রসিং এলাকায় যায়। সেখানে মুক্তি সংগ্রাম কমিটির আহ্বায়ক বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক স্থানীয়দের নিয়ে এলাকাবাসীদের সংগঠিত করার কাজ করছিলেন। পরে আকম মোজাম্মেল হকের নির্দেশে রেল ক্রসিং এলাকায় ট্রেনেরবগি দিয়ে জাহানজেবের নেতৃত্বাধীন পাকসেনাদের পথরোধ করেন। এসময় সেখানে মুক্তিকামীদের সঙ্গে পাকসেনাদের সশস্ত্রযুদ্ধ বেধে যায়। এ যুদ্ধ পার্শ্ববর্তী চান্দনা-চৌরাস্তা এলাকাও ছড়িয়ে পড়ে। এ যুদ্ধে পাকিস্তানীদের গুলিতে মনু খলিফা, নিয়ামত এবং হুরমত আলী শহীদ হন এবং বেশ কয়েকজন আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন এলাকা থেকে শ্লেগান উঠে জয়দেবপুরের পথ ধর বাংলাদেশ স্বাধীন কর। ১৯মার্চের পরবর্তী সময়ে ভাওয়াল রাজবাড়িস্থ সেকেন্ড বেঙ্গল রেজিমেন্টের বাঙ্গালী সেনা কর্মকর্তা লেঃ কর্ণেল মাসুদ খান ও সেকেন্ড ইন কমান্ড মেজর শফিউল্লাহ (পরবর্তীতে স্বাধীন বায়লাদেশের সেনাপ্রধান) সহ তৎকালীন বাঙ্গালী সৈনিকরা পাকিস্থান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। স্মারকলিপিপ্রধানকারীরা ১৯মার্চের এ প্রতিরোধ যুদ্ধে অংশ নেয়াদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি এবং ওই দিনটিকে জাতীয়ভাবে স্মরণীয় করে রাখতে ১৯মার্চকে জাতীয়ভাবে ‘প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবসের’ স্বীকৃতি দানের জন্য দাবি জানিয়েছেন

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর রবিবার দুপুরে স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, স্মারকলিপিটি দ্রুত প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেয়া হবে।