জেএসসি-জেডিসিতে শূন্যভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসব প্রতিষ্ঠান থাকার কোনো কারণ নাই।
ফলাফল প্রকাশ উপলক্ষে শনিবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, শতভাগ পাস না করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। ফলাফলের প্রভাব তো পড়েছে। যে কারণে আমাদের ৯ শতাংশের বেশি ফেল করেছে। এগুলো সঠিক মূল্যায়ন করে জানাবো। শূন্যপাস স্কুলগুলো কী রাখার দরকার আছে? জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের স্কুল অনেকগুলো গড়েছে, যেগুলোতে লেখাপড়া ভালো হয় না বা পাস করলেও একজন-দুইজন পাস করে, আমরা এগুলো রাখতে চাই না। বরং ওই স্কুলগুলোকে কোথাও মার্জ (একীভূত) করে হোক বা ওই স্কুলের ছাত্রদের অন্য ব্যবস্থা করে হোক, যেন ভালো লেখাপড়া হয় সেদিকে যাওয়ার চেষ্টা করছি।সীমাবদ্ধতার কথা জানিয়ে নাহিদ বলেন, চাইলেই আমরা পারি না। সেজন্য আইন আছে। আমাদের মন্ত্রিসভা পর্যন্ত যেতে হয়। আমরা এবার টার্গেট নিয়েছি আগামী সেশনের আগেই যেন মন্ত্রিসভা পর্যন্ত যেতে পারি। তখনই যথাযথ ব্যবস্থা নিতে পারবো।কিন্তু এটা নিশ্চিত যে, আমাদের যেটুকু ক্ষমতা আছে সে অনুসারে এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো। এসব প্রতিষ্ঠান থাকার কোনো কারণ নেই, অর্থহীন করে রেখে লাভ নেই। জনগণের টাকা খরচ হয়, অথবা খরচ বেশি না করতে পারলেও দাবি হয় যে জনগণের টাকা যায়। যারা একেবারেই পাস করতে পারে না, বোঝা যায় যে শিক্ষার মানটা কত নিচে গেছে। আমরা পৃথক মূল্যায়ন করে ব্যবস্থা নেবো’। গতবছর জেএসসি-জেডিসিতে শূন্যভাগ প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৮টি, এবছর বেড়ে হয়েছে ৫৯টি। এবার ফলাফলে সব থেকে খারাপ করেছে কুমিল্লা বোর্ড।এ প্রসঙ্গে নাহিদ বলেন, কুমিল্লা বোর্ড নিয়ে আরেকটু গভীরে যেতে হচ্ছে। ভাসা কথা এখন আর বলতে চাই না।
এদিকে, ২০১৭ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার কম হওয়ার কোনও ব্যাখ্যা নেই প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের কাছে। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে মন্ত্রী বলেন, ‘ফলাফল ও জিপিএ-৫ গতবারের তুলনায় কম কেন, সে বিষয়ে এখনই ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। ফল খারাপ হওয়ার কারণ জানতে আমরা কাজ করব। জাতি এর উত্তর জানতে পারবে।এর আগে, প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার প্রকাশিত ফলে জানা যায়, পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষায় এবার ৯৫ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর ইবতেদায়ীতে পাস করেছে ৯২ দশমিক ৯৪ শতাংশ পরীক্ষার্থী। গত বছর প্রাথমিক সমাপনীতে ৯৮ দশমিক ৫১ শতাংশ ও ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। গতবারের তুলনায় এ বছরে দুই পরীক্ষার ফলই খারাপ হয়েছে। এবার প্রাথমিকে জিপিএ ৫ পেয়েছে দুই লাখ ৬২ হাজার ৬০৯ জন, ইবতেদায়ীতে পাঁচ হাজার ২৩ জন শিক্ষার্থী।আগের বছরের তুলনায় পাসের হার কম হলেও সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘আগের বছরের তুলনায় এবার ফল খারাপ হলেও সার্বিক ফলে আমরা সন্তুষ্ট। তবে আমরা চাই সব শিশু পাস করুক। আমরা আমাদের শিক্ষকদের সেভাবেই নির্দেশনা দিয়েছি। আশা করছি শিশুদের প্রতি তারা আরও যতœবান হবেন।’মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের সূচনা করেছেন। ১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে বই উৎসবের বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষকদের আন্দোলন বিষয়ে তিনি বলেন, ‘আমরা শিক্ষকদের দাবির বিষয়গুলো সুরাহা করার চেষ্টা করছি। আন্দোলন নয়, আলোচনার মাধ্যমে এসব বিষয় সমাধান করতে হবে।প্রসঙ্গত, এ বছর ৩১ লাখ শিক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ীতে অংশ নেয়। যদিও প্রত্যেকটি পরীক্ষার পরই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে ।