ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক রাতে ৫৬ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি জানায়, এদের মধ্যে ছয়জনকে ‘ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময়’ আটক করা হয়। ওই সময় একটি চায়নিজ কুড়াল, তিনটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানান ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. আবদুল বাতেন।
আবদুল বাতেন জানান, গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৬ জন ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক হয়েছে। এ সময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চায়নিজ কুড়াল, তিনটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে। আবদুল বাতেন আরো বলেন, ‘বেশ কিছুদিন ধরে পত্রপত্রিকায় রাজধানীতে ছিনতাই প্রবণতা বেড়েছে বলে খবর আসে। এটা আমাদের নজরে এলে ডিএমপি পুলিশ কমিশনার ডিবি ও ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক করেন। কমিশনার মহোদয়ের নির্দেশে আমরা ছিনতাইয়ের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালনা করেছি।’
মো. আবদুল বাতেন বলেন, “অধিকাংশ ক্ষেত্রে ছিনতাইকারীরা বাস, ট্রেন ও লঞ্চযাত্রীদের যাতায়াতের সময় তাদের কাছ থেকে মূল্যবান জিনিস ছিনতাই করে বা টেনে নিয়ে যায়। যাদেরকে আমরা টানা পার্টি হিসেবে জানি। টানা পার্টির অধিকাংশ সদস্য মাদকাসক্ত। আমাদের এই অভিযানের ফলে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসবে। আর ছিনতাইকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।’