লালমনিরহাটে সাজারপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

0
168

অভিযান চালিয়ে লালমনিরহাটে আব্দুল মান্নান (৪০) নামে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিনচওড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, ২০০২ সালে আব্দুল মান্নানের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয়। ওই মামলায় আদালত মান্নানকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেন। এরপর থেকে তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে চলতি বছর সদর থানায় পলাতক হিসেবে আরো একটি মামলা দায়ের করা হয়। আজ বিকেলের মধ্যে তাকে আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি। লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও চারটি মাদক মামলা রয়েছে।