ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি প্রার্থী খান আতাউর রহমান।মঙ্গলবার দুপুরে আলফাডাঙ্গা উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষনা দেয় দলটি।আগামী ২৮ ডিসেম্বর আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়ন (গোপালপুর, বুরাইচ ও আলফাডাঙ্গা সদর) এবং আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে।লিখিত বক্তব্যে আলফাডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান আব্বাস বলেন, বিএনপি প্রার্থী ও তাদের সমর্থকদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। প্রচারে বাঁধা দেওয়া পাশাপাশি বিএনপির নেতা-কর্মীদের হামলা-মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
এসব বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি দাবি করে তিনি বলেন, প্রশাসন ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে কাজ করছে। এ অবস্থায় নির্বাচন করা হলে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা জুলুম নির্যাতনের শিকার হবে। তাই পৌর নির্বাচন বর্জন করা হলো।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, মধুখালী পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, বোয়ালমারী পৌর বিএনপির সভাপতি আফসারউদ্দিন আহমেদ, আলফাডাঙ্গা পৌর বিএনপির আহ্বায়ক আবদুল ওহাব মিয়া।