স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, একজন সাবেক বিচারপতিকে সামনে রেখে ওরা জুডিশিয়াল ক্যু’ করতে চেয়েছিল। জুডিশিয়াল ক্যু’ করার চেষ্টা করেছিল। কিন্তু জনগণ ও আদালত সচেতন ছিল বলে তারা ব্যার্থ হয়েছে। এ ধরণের চিন্তা ভাবনা আমাদের নাই, কোন ধরণের চিন্তা ভাবনা আমরা করিনা। আমাদের ক্যু’ করার তো প্রশ্নই ওঠে না। ওরা করতে পারে, তাদের মাথায় সারাক্ষণ ষড়যন্ত্রর ঘুরপাক খায়। তারা সব ক্ষেত্রে ষড়যন্ত্রের গন্ধ পায়।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরো বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। আমাদের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার বিভাগের স্বাধীণতায় বিশ্বাস করেন বলেই আমরা আদালতের উপর কোন দিনই হস্তক্ষেপ করিনি। হস্তক্ষেপ করার প্রশ্নই ওঠে না। এমনকি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, জেল হত্যার বিচার হয়েছে- আমরা তাতে সামান্যতম হস্তক্ষেপ করিনি। যে কারণে ট্রাইব্যুনালে বিচার হয়নি, বিচার হয়েছে সাধারণ আদালতে। কার বিচার হবে? কার শাস্তি হবে? কে নির্দোষ হবে? সেটা আদালতের ব্যাপার। আদালত সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আমাদের হস্তক্ষেপ করার প্রশ্নই ওঠে না। এ ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করিনা। যদি কেউ নির্দোষ প্রমান হয়, নির্দোষ প্রমান হবে। এটা আদালতের ব্যাপার।
তিনি মঙ্গলবার বিকেলে গাজীপুরের কাপসিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণ বিষয়ক অবহিত করণ কর্মশালা এবং সৈয়দা জোহরা তাজউদ্দীন মা ও শিশু কার্ড ও স্মার্ট এমসিএইচ সার্ভিস ম্যানেজমেন্ট সফটওয়ার কার্যক্রমের অগ্রগতি অবহিত করণ’ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।
সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেন, লক্ষ প্রাণের ত্যাগে অর্জিত স্বাধীন বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।
স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা: কাজী মোস্তফা সারোয়ার , গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মো: হুমায়ুন কবীর, বিএমএ’র সভাপতি ডা. আমীর হোসাইন রাহাত, কাপসিয়া আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ প্রমুখ। এর আগে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সাতদিন ব্যাপী সার্বক্ষণিক নরমাল ডেলিভারী সেবা জোরদার করণ বিষয়ক অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।