অনশন ভাঙলেন আন্দোলনরত শিক্ষকরা

0
145

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজার রহমান ফিজারের আশ্বাসে তিনদিন পর অনশন ভাঙলেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ সময় তিনি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন শিক্ষকদের। সোমবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। এ সময় শিক্ষকদের সঙ্গে কথা বলেন তিনি। পরে শরবত পান করিয়ে শিক্ষকদের অনশন ভাঙান মন্ত্রী। আশ্বাস দেন আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের। মন্ত্রী বলেন, গ্রেড ও বেতন বৈষম্য নিরসনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের পাশে থাকবেন তিনি। গেল শনিবার থেকে গ্রেড ও বেতন বৈষম্য কমানোর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করছিলেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।