আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশে গুম করার প্রবণতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গুম করার একটাই কারণ। আর তা হলো সরকারের মতের বিপক্ষে যাওয়া। বর্তমান সরকারের বিরুদ্ধে গিয়ে যারাই মত প্রকাশ করেছেন, তাদেরই গুম করা হয়েছে।শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে শহরের আশ্রমপাড়া হাওলাদার কমিউনিটি সেন্টারে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা থেকে বের হয়ে আসার পথে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গুম মানবতার বিরুদ্ধে এক ঘৃণ্য অপরাধ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে গুমের প্রচলন আগে ছিল না। আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই সাংবাদিক, রাজনৈতিক নেতা, ব্লগারসহ সরকারের বিরুদ্ধে ভিন্নমত পোষণকারীদের গুম করা হচ্ছে। দেশসহ বহির্বিশ্বে গুম নিয়ে প্রতিবাদ হওয়ায় কয়েক জনকে ফেরত দেওয়া হয়েছে বলে মন্তব্য করে তিনি আরও দাবি করেন, গুম করার শাস্তি নিয়ে জাতিসংঘে একটি চার্টার রয়েছে। এর শাস্তি মৃত্যুদন্ড। এই শাস্তি অনেক দেশেই বাস্তবায়ন হয়েছে।
মির্জা ফখরুল বলেন, সম্প্রতি মানবাধিকার সংস্থাগুলো একটি রিপোর্ট দিয়েছে। তাতে বলা হয়েছে, গত তিন মাসে ১৫১ জন গুম করা হয়েছে।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান তৈমুর রহমান, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন লাল প্রমুখ।