মহিউদ্দিনের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

0
0

পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে সদ্যপ্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী নগরীর চশমাহিলে মহিউদ্দিনের বাসায় যাবেন বলে সংশ্লিষ্ট কার্যালয় থেকে চট্টগ্রামের প্রশাসনকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা পাবার পর শনিবার বিকেল থেকে মহিউদ্দিনের বাসার আশপাশ ঘিরে মহড়া দিতে শুরু করেছে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রাত ১০টায় প্রধানমন্ত্রীর সফর নিয়ে নিরাপত্তা সংক্রান্ত চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো.জিল্লর রহমান।গণভবন থেকে চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, বিকেল ৩টায় মাননীয় প্রধানমন্ত্রী প্রয়াত নেতা মহিউদ্দিন ভাইয়ের বাসায় যাবেন। প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হয়েছে। আমিও মহিউদ্দিন ভাইয়ের বাসায় থাকব।রোববার নৌবাহিনীর বার্ষিক রাষ্ট্রপতির কুচকাওয়াজে যোগ দিতে চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্রমতে, সকাল ১০টা ১০ মিনিটে নেভাল একাডেমিতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত প্রধানমন্ত্রীর কর্মসূচি নির্ধারিত আছে।নৌবাহিনীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী মহিউদ্দিনের বাসায় যাবেন বলে চট্টগ্রামের প্রশাসনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের উপ-কমিশনার (ডিসি-উত্তর) মো.আব্দুল ওয়ারিশ খান।প্রধানমন্ত্রী আসবেন। নিরাপত্তার মহড়া দেওয়া হচ্ছে। আমরা চশমাহিল এলাকায় আছি। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বলেন ডিসি ওয়ারি মহিউদ্দিনের ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাসায় আসবেন বলে জানানো হয়েছে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তারা আমাদের বাসায় এসেছেন। চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান বলেন, চশমাহিলের প্রবেশপথ খুবই সরু। সার্বিক নিরাপত্তার বিষয়টিকে আমরা খুবই গুরুত্ব দিচ্ছি। রাতে নিরাপত্তার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠক আছে।গত ১৪ ডিসেম্বর গভীর রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর জীবনাবসান ঘটে। মহিউদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামে এসে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, মহিউদ্দিনের প্রয়াণের খবর শুনে কেঁদেছেন প্রধানমন্ত্রী। কাদের আরো জানিয়েছিলেন, অকুতোভয় মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু হত্যার পর প্রতিশোধ নিতে অস্ত্র হাতে নেওয়া মহিউদ্দিনকে প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব নেওয়ার প্রস্তাব দিলেও চট্টগ্রাম ছাড়তে হবে বলে তিনি তা ফিরিয়ে দেন।