গভীর রাতে ১৯৬ কর্মকর্তার পদোন্নতির যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা রহস্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শনিবার (২৩ ডিসেম্বর) নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।রিজভী বলেন, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) গভীর রাতে ১৯৬ জন কর্মকর্তার পদোন্নতিসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। যা নজিরবিহীন। আওয়ামী লীগের শাসনামল বলেই তা সম্ভব। এবারও শত শত যোগ্য ও মেধাবি কর্মকর্তাকে বি ত করা হয়েছে। যোগ্যতা থাকার পরও পদোন্নতি না পাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অনেকেই। তিনি বলেন, এসএসবির ফিটলিস্ট অনুযায়ী অনেক যোগ্য ও উপযুক্ত কর্মকর্তাকেও পদোন্নতি দেওয়া হয়নি। এছাড়া আরও বেশকিছু কর্মকর্তার নাম ফিটলিস্টভুক্ত করা হয়নি বলেও অভিযোগ উঠেছে।১৯৩ জনকে পদোন্নতি দেওয়ার পর প্রশাসনে যুগ্ম সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪২ জন; অথচ যুগ্ম সচিবের পদ রয়েছে ৪৩০টি।
সপ্তাহ খানেক আগে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয় ১২৮ জনকে। তাতে অতিরিক্ত সচিবের সংখ্যা ৫৬০ জনের দাঁড়ালেও পদ রয়েছে ১১১টি।রিজভী বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার দলীয়করণের মাধ্যমে গোটা প্রশাসনকে নিজের রঙে রঞ্জিত করতে তারা প্রশাসনের নিরপেক্ষতা ও অস্তিত্বকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।এই পদোন্নতিতে প্রশাসনের ভারসাম্য নষ্ট করে ফেলা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান ভোটারবিহীন সরকার দলীয়করণের মাধ্যমে গোটা প্রশাসনকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বার বার যোগ্য ও মেধাবি কর্মকর্তাদের পদোন্নতি থেকে বি ত করা, অযোগ্য দলীয় লোকদের প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে রাখা, দলীয় লোকদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া এবং পদের তিনগুণের বেশি পদোন্নতি দিয়ে প্রশাসনের ভারসাম্য ভেঙ্গে ফেলা হয়েছে।
বিএনপির এ নেতা বলেন, গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন-আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিখোঁজরা ফিরতে শুরু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন- কাদের তৎপরতায় নিখোঁজ ব্যক্তিরা গুম হয়েছিলো? যারা দীর্ঘ ৯ বছর ধরে ভীতির শিহরণে গোটা জাতিকে রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে ফেলে গুমের হিড়িক চালিয়েছে তারা কারা? তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী কী আমরা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরু, পারভেজ, সুমন, খালেদ হোসেন সোহেল, কাজী ফরহাদ, মো. জহির, সুজন, সেলিম রেজা পিন্টু, ছাত্রনেতা জাকিরসহ গুম হওয়া কমপক্ষে ৭৫০ জন বিএনপি নেতাকর্মীদের ফিরিয়ে পেতে অপেক্ষা করবো? নিখোঁজ কয়েকজনকে ফেরত দেওয়ায় গুম থাকা ব্যক্তিদের পরিবারগুলো কী তাহলে তাদের ফিরিয়ে পেতে আশায় বুক বাঁধবে? তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের বাইরেও সাবেক সামরিক বাহিনীর কর্মকর্তা, আইনজীবী, রাষ্ট্রদূত, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী যারা গুম হয়েছেন তাদের পরিবারও নিখোঁজ স্বজনদের অপেক্ষায় আছে। তাদেরকে ফিরিয়ে দিন স্বরাষ্ট্রমন্ত্রী।‘আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিখোঁজরা ফিরতে শুরু করেছে”-স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তার কাছে অপরাধীদের নাম জানতে চেয়েছেন রিজভী।স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন- তাহলে কাদের তৎপরতায় নিখোঁজ ব্যক্তিরা গুম হয়েছিল? তারা কারা?২০০৮ সাল থেকে এই পর্যন্ত সব গুম-খুনের জন্য সরকারকে দায়ী করেন বিএনপি নেতা।
তিনি বলেন,গত কয়েকদিন ধরে আবার বিচারবহির্ভূত হত্যার মাত্রা বৃদ্ধি করা হয়েছে। রক্তপাতের বিভীষিকা টিকিয়ে রাখতে তারা নিজের মর্জি ও প্রয়োজন মাফিক ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়ে বীভৎস তা-ব চালিয়ে যাচ্ছে।বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আবু বকরের উপর আওয়ামী লীগের হামলার নিন্দা ও দোষীদের গ্রেপ্তারও দাবি করেন রিজভী।সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, হাবিবুল ইসলাম হাবিব, মীর সরফত আলী সপু, এ বি এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।