ট্রাম্পের জেরুজালেমনীতি জাতিসংঘে প্রত্যাখাত

0
0

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি নাকচ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। ট্রাম্পের হুমকি অগ্রাহ্য করে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে রায় দিল জাতিসংঘের অধিকাংশ সদস্য দেশ। ওই প্রস্তাবের পক্ষে ভোট দিলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহায়তা বন্ধের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ট্রাম্পের ওই স্বীকৃতি ‘অকার্যকর’ এবং তা বাতিল করা হোক-লেখা ওই প্রস্তাবের ওপর বৃহস্পতিবার সাধারণ পরিষদে ভোট হয়।

প্রস্তাবের পক্ষে ভোট দেন ১২৮টি দেশের প্রতিনিধিরা, ভোটদানে বিরত থেকেছে ৩৫টি দেশ, আর বিপক্ষে ভোট পড়েছে নয়টি।