ঝিনাইদহে শিক্ষকদের ৩ দিন ব্যাপী জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ, সহকারী পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ, এ কে এম ফয়সানুল কবিরসহ অন্যান্যরা। সেকেন্ডারী এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) এর বাস্তবায়নে জেলা শিক্ষা অফিসের আয়োজনে গত বুধবার থেকে ২য় পর্যায়ে প্রশিক্ষণ শুরু হয়। এতে জেলার ৬ টি উপজেলার ২’শ জন মাধ্যমিক পর্যায়ের সহকারি শিক্ষক অংশগ্রহণ করেন। এর আগে প্রথম ব্যাচের প্রশিক্ষণ প্রদাণ করা হয়।