মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, শুনেছি জিয়া মারা যাওয়ার সময় শুধু একটি ভাঙ্গা স্যুটকেচ রেখে যান। দুই ছেলের লেখাপড়ার জন্য সরকারের হাজার হাজার টাকা খরচ করা হয়েছে। অথচ মা ও ছেলে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের সমস্ত টাকা আতœসাৎ করেছে, লুটপাট করেছে। তারা ট্রাস্টের নামে একটি ইটও কিনেননি বা প্রতিষ্ঠাণের জন্য কোন ব্যায় করেননি।
মন্ত্রী শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজ মাঠে বাংলাদেশ যুব মহিলালীগ কালিয়াকৈর উপজেলা ও পৌর শাখার সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুন্নাহার রতœার সভাপতিত্বে সম্মেলনে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
অধ্যাপক অপু উকিল, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইকবাল হোসেন সবুজ, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদারসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ।
সম্মেলন শেষে কালিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলিকে আহবায়ক করে ৯১ সদস্য বিশিষ্ট গাজীপর জেলা, কালিয়াকৈরের আটাবহ ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য আমেনা খানকে আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট কালিয়াকৈর উপজেলা ও রুপালী রুপাকে আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট কালিয়াকৈর পৌর যুব মহিলালীগ কমিটি ঘোষনা করা হয়।