মেলবোর্নে পথচারীদের ওপরে গাড়ি, আহত ১৪

0
0

অস্ট্রেলিয়ার মেলবোর্নে পথচারীদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দু’জনের মধ্যে একজন ওই গাড়ির চালক। এ ঘটনায় ১৪ জন আহত হয়েন, যাদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার শহরের কেন্দ্রস্থলের ফ্লিনডার্স স্ট্রিটের একটি ব্যস্ত মোড়ে এ ঘটনা ঘটে।

ভিক্টোরিয়া পুলিশ সূত্র জানায়, ইচ্ছাকৃতভাবে গাড়িটি পথচারীদের ওপর তুলে দেওয়া হয়েছে। এটি কোনো সন্ত্রাসী হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি সাদা গাড়ির সামনে রাস্তায় বেশ কয়েকজন মানুষ আহত হয়ে পড়ে আছেন। স্থানীয় রেডিও স্টেশন ৩এডব্লিউকে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, গাড়ির নিচে চাপা পড়া প্রত্যেককে পিষে ফেলা হয়েছে। এ সময় গাড়ির ধাক্কায় অনেকে পাশে ছিটকে পড়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লোকজনকে ওই এলাকা দিয়ে চলাচল না করার পরামর্শ দিয়েছে পুলিশ। সূত্র: বিবিসি।