মানবতা খুজে হয়রান!!
===================
আমি নারীবাদী হতে পারিনি !
পুরুষবাদীও নই আমি,
শাসকের তাঁবেদার হতে পারিনি!
মনুষ্যত্ব খুঁজি আমি মানুষেরই মাঝে।
রাজপথ, অট্টালিকা, রাজনীতির পথে ঘাটে
সব খুঁজে হয়রান!
রক্ত ঘামে ভিজেছে শরীর!
বোধের শরীরে থাবা মেরেছে হায়না!
মনুষ্যত্ব খুঁজে তবু পায়না।
নিরপেক্ষ নই আমি।
আমি পক্ষের।
শোষিত, নিপীড়িতরা আজ আমার।
ছন্নছাড়া, ঘুন ধরা সমাজে
মনুষ্যত্ব খুঁজে হয়রান!
রক্ত ঘামে ভিজেছে শরীর!
লিঙ্গহীন পৌরুষে আজ ছেয়েছে ময়দান।
===============
জাহিদ শরীফ নাসিম।।
ঢাকা : ২১/১২/২০১৭ ইং।
Related