হালদা নদী থেকে ড্রেজার বসিয়ে বালি উত্তোলন: বিপন্ন হচ্ছে নদীর প্রাকৃতিক পরিবেশ

0
0

চট্টগ্রামের হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি উপজেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া দেশের একমাত্র মিঠা পানির মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে সরকারী নিষেধাঞ্জা অমান্য করে ইজারা না নিয়ে বালি উত্তোলন করছে যাচ্ছে সরকার দলীয় সক্রিয় মহল। এতে করে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পরিবেশ তথা কার্প জাতীয় (রুই, কাতাল, মৃগেল ও কালিবাইশ) সহ বিভিন্ন প্রজাতির মা-মাছের অবাধ বিচরণ, মা-মাছ মারা যাওয়া ও নদীর পাড়, বসতঘর ও প্রতিষ্ঠান ভাঙ্গনের মুখে পতিত হচ্ছে। এছাড়া সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। তবে এই বিষয়ে সংশি¬ষ্ট প্রসাশনের কোন তদারকি না থাকায় এ সমস্যাটি দিনদিন প্রকোট আকার ধারণ করছে। অনতিবিলম্বে বালি উত্তোলন বন্ধ করা না গেলে হালদার ভাঙ্গনরোধে ২১২ টাকার কোটি প্রকল্পটি বাস্তবায়িত হলেও সুফল পাবে না হালদা পাড়ের জনগণ।

সরজমিনে দেখা গেছে, হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের রুহুল¬াপুর সুইচ গেইট, সত্তার ঘাট, মদুনাঘাট, উত্তর মাদার্শা, গড়দুয়ারা, ছিপাতলী, নাঙ্গলমোড়া, গুমানমদ্দন ও রাউজান উপজেলার মাকামী পাড়া, হালদার চর, মঈশকরম, পশ্চিম বিণাজুরী, উরকিরচর, আবুর খীল, মগদাই, কাগতিয়া, কচুখাইন, কোতয়ালী ঘোনা, দক্ষিন গহিরা, অংকুরী ঘোনা, নদীমপুর সহ ফটিকছড়ি উপজেলার বেশ কয়েকটি স্থানে অবৈধভাবে বালি উত্তোলন চলছে। জানা গেছে, তিন উপজেলার সরকার দলীয় এক শ্রেণীর অসাধু বালি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সরকারের কাছ থেকে ইজারা নেওয়ার নাম করে সংশি¬ষ্ট প্রসাশনের কর্তাদের মোটা অংকের উৎকোচ দিয়ে এই অবৈধ বালির ব্যবসা দেদারে চালিয়ে যাচ্ছে। তবে এই নিয়ে সংশি¬ষ্ট প্রসাশনের উপর মহলের কর্তাদের নজরদারী কেন নেই তা বিজ্ঞ মহলের কাছে অজ্ঞাত।

হালদার সাথে সংশি¬ষ্ট বিশেষজ্ঞ মহল মনে করছে যে, হালদা নদী থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধ করা না হলে হালদার উপর নির্ভরশীল মানুষ গুলোকে বেশ দূর্ভোগে পড়তে হবে। কারণ হালদা থেকে এভাবে উত্তোলন করা হলে হালদা নদী তার ভারসাম্যতা হারিয়ে ফেলতে পারে। আর ভারসাম্য হারালে যে জন্য হালদা বিখ্যাত সেই হালদা নদীর মাছ গুলোকে বাঁচিয়ে রাখা বেশ দূ:স্কর হয়ে পড়বে। হালদার তীরবর্তী এলকার বাসিন্দা অভিযোগ করে বলেন, প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বিরতিহীন ভাবে ড্রেজার বসিয়ে বালি উত্তোলন করে পরিবাহন করা যান্ত্রিক নৌযান দিয়ে। বেপরোয়া ভাবে নদীর বালি উত্তোলনের নদী বিভিন্নস্থানে ভাঙ্গনসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। মানুষের বাড়ি-ঘরসহ ব্রিজ-কালভার্ট ভেঙ্গে পড়ছে। এছাড়া কয়েকটি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে হালদার ভাঙ্গনের ফলে হুমকির মাঝে পতিত হয়েছে। যদি যে কোন কিছুর বিনিময়ে নদী থেকে বালি উত্তোলন বন্ধ করতে হবে। অন্যথায় ২০১৬-১৭ অর্থ বছরের একনেকে অনুমোদিত হালদার ভাঙ্গনরোধে ২১২ টাকার কোটি প্রকল্পটি বাস্তবায়িত হলেও সুফল পাবে না হালদা পাড়ের জনগণ।

নাঙ্গলমোড়া ইউনিয়নের বাসিন্দা আবদুল হক ও গড়দুয়ারা ইউনিয়নের বাসিন্দা নুরুল আলম এ প্রতিবেদককে জানান, হালদা থেকে বালি উত্তোলনের ফলে আমাদের এলাকার ঘরবাড়ি, ফসলি জমি নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। এছাড়া অবৈধভাবে বালি উত্তোলনের জন্য প্রতিবাদ করতে গিয়ে এলাকার অসহায় লোকজনকে বহুবার হামলা-মামলার শিকার হতে হয়েছে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকার দলীয় সক্রিয় অসাধু বালি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এসব কাজ করে যাচ্ছে দেদারছে। এছাড়া সংশি¬ষ্ট প্রসাশনের কিছু কিছু কর্তাদের মোটা অংকের উৎকোচ দিয়ে এসব কাজ করছে। এদিকে গত সোমবার উপজেলার ছিপাতলী ইউনিয়নের আলমের কুম ও নাঙ্গলমোড়া ইউনিয়নে পৃথক পৃথক এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী। ওই দিন দুপুরে আলমের কুম এলাকা থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সময় পর্শ্ববর্তী উপজেলার গহিরা এলাকার সরকার দলীয় বালি মনসুরের একটি ড্রেজার জব্দ করা হয়। ড্রেজারটি মো. ইসমাইল নামে এক ঠিকাদার জনবল দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। জব্দকৃত ড্রেজারটি সত্তার ঘাটাস্থ পানি উন্নয়ন বোর্ড অফিসের হেফাজতে রাখা হয়েছিল। এছাড়া রাত ১১ টার দিকে নাঙ্গলমোড়া ইউনিয়নে আমিন মাঝির বাড়ির সামনে জৈনেক আবছার নামে এক ব্যক্তি জনবল দিয়ে হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু, দুইটি নৌকা, প্লাস্টিক পাইপ জব্দ করা হয়। জব্দকৃত মালামাল নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছিল। নাম প্রকাশে অনিশ্চুক পানি উন্নয়ন বোর্ডের এক উদ্ধর্তন কর্মকর্তা এই প্রতিবেদককে জানান, কিছু অসাধু দুনীর্তিবাজ কর্মকর্তাদের আশ্রয় ও প্রশয়ে এসব অসাধু ব্যাক্তিরা দিনে দুপুরে হালদা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে কোন প্রকার ইজারা ছাড়াই বালি উত্তোলন করে যাচ্ছে। এত করে সরকার বঞ্চিত হচ্ছে লাখ লাক্ষ টাকার রাজস্ব আয় থেকে।হালদা থেকে বালি উত্তোলনের ফলে হালদার উপর কেমন প্রভাব পড়বে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও হালদা গবেষক মঞ্জরুল কিবরিয়া এই প্রতিবেদককে জানান, ডিম ছাড়ার পূর্বে মা মাছ খুব দূর্বল থাকে। এ সময় নদীতে মা মাছের অবাধ বিচরণ নিশ্চিত করতে হয়। এছাড়া এসময় হালদা নদী থেকে ড্রেজার বা অন্য কোন মাধ্যম দিয়ে বালি উত্তোলন করা টিক নয়। যদি বালি উত্তোলন অব্যাহত থাকে তাহলে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পরিবেশ তথা কার্প জাতীয় (রুই, কাতাল, মৃগেল ও কালিবাইশ) মা মাছের অবাধ বিচরণ, মা-মাছ মারা যাওয়া, নদী পাড়, বসতঘর ও প্রতিষ্ঠান ভাঙ্গনের মুখে পতিত হবে।