বেনাপোল ইমিগ্রেশনে এক যাত্রীর লাগেজ আটকের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও কাস্টমসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কাস্টমসের ৪ কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছে পুলিশ। এঘটনায় বিকাল সাড়ে ৫ টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত দু‘দেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ্য ও পাসপোর্টযাত্রী যাতায়াত বন্ধ ছিল। পুলিশ ও কাস্টমসের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বুধবার বিকেলে গোপালগঞ্জ সদরের সৌরভ আলী খান ভারত থেকে বিপুল পরিমান মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় পুলিশ ও কাস্টমসের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শিরা জানান, ইমিগ্রেশন পুলিশ এবং ইমিগ্রেশন ও কাস্টম পার করে দেওয়ার জন্য ঐ যাত্রীর সাথে চুক্তি করেন। কাস্টম তল্লাশী কেন্দ্রে ঐ লাগেজ আসলে কাস্টম কর্তৃপক্ষ ল্যাগেজটি আটকে দেয়। পরে পুলিশ সমঝোতার কথা বলে কাস্টমস অফিসাররা ১২ হাজার টাকা দাবি করেন। পুলিশ ১২ হাজার টাকা দিতে রাজি না হওয়ায় পুলিশ ও কাস্টমসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কাস্টমসের ৪ অফিসারকে পুলিশ পিটিয়ে আহত করে এবং কাস্টম অফিসও ভাংচুর করে।
ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ ওমর শরীফ জানান, ভারত ফেরত পাসপোর্ট যার্ত্রী সৌরভ আলী খানের লাগেজে অতিরিক্ত মালামাল থাকায় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তারা ১২ হাজার টাকা দাবি করেন। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে চাইলে কাস্টমস ও পুলিশের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। কথাটাকাটাটির এক পর্যায় ধাক্কাধাক্কি শুরু হয়।
কাস্টমস এক্সিকিউটিভ অফিসার্স এসোসিয়েশনের সভাপতি রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম বাঙ্গালী বলেন, ইমিগ্রেশন পুলিশ এক পাসপোর্ট যাত্রীর ল্যাগেজ জোর করে কাস্টমস তল্লাশি কেন্দ্র পার করার চেষ্টা করলে সহকারী রাজস্ব কর্মকর্তারা বাধা দেয়। এসময় তারা উত্তেজিত হয়ে সহকারী রাজস্ব কর্মকর্তা ফরহাদ ও রাশেদ আলী এবং রাজস্ব কর্মকর্তা সুভাশিষ মোদককে পুলিশ পিটিয়ে আহত করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ আমাকেও মারধর করেছে। পুলিশ সদস্যরা মারার পাশাপাশি তারা কাস্টম অফিসও ভাংচুর করেছে। পুলিশ কর্তৃক কাস্টমস অফিসার আহতের ঘটনায় এক ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়।