লালমনিরহাটে বিএনপির সহ-সভাপতিসহ দুই শতাধিক নেতাকর্মী আ’লীগে যোগদান

0
0

লালমনিরহাটে বিএনপির সহ-সভাপতি ফিরোজুর রহমানসহ দলের প্রায় দুই শতাধিক নেতাকর্মীসহ আওয়ামী লীগে যোগ দিয়েছেন। রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ যোগদানের ঘটনা ঘটে।

লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের হাতে ফুলের তোড়া দিয়ে জেলা বিএনপির সহ-সভাপতি ফিরোজুর রহমান দলের বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আ’লীগে যোগ দেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লালমনিরহাট-কুড়িগ্রাম নারী আসনের সংসদ সদস্য ও লালমনিরহাট জেলা মহিলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, লালমনিরহাট জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক, লালমনিরহাট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমানসহ প্রমুখ।

আ’লীগে যোগদানের পর এক প্রতিক্রিয়ায় ফিরোজুর রহমান বলেন, জেলা বিএনপির সভাপতির স্বৈরাচারী ও অন্যায় আচরণের কারণে নেতাকর্মীরা বিএনপির রাজনীতি ছেড়ে যাচ্ছেন। কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তে তৃণমূলের নেতাকর্মীদের আবারও বিপদের মুখে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা বাদ দিয়ে জামায়াতের রাজনীতি থেকে বের হতে পারছে না বিএনপি।

তিনি আরও বলেন, বিএনপির এসব অশুভ কর্মকাণ্ড থেকে দেশকে রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনায় এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আওয়ামী লীগে যোগদান করেছি। এখন থেকে আওয়ামী লীগই আমাদের শেষ ঠিকানা। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগকে বিজয়ী করতেও মাঠে নিরলস কাজ করবো।

বিএনপির নেতাকর্মীদের যোগদান নিয়ে প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট-২ আসনের সাংসদ ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সারাদেশে দলে দলে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করবে। বিএনপি নির্বাচনে না গেলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।