মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের দ্বিতীয় নামাজে জানাজা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল হককে গার্ড অব অনার প্রদান করে এক মিনিট নীরবতা পালন করা হয়। দ্বিতীয় জানাজায় ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের (কসবা ও আখাউড়া) সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের (সদর ও বিজয়নগর) সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, বাঞ্ছারাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাংসদ জিয়াউল হক মৃধা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, মৎস্য অধিদপ্তের মহাপরিচালক আরিফ আজাদের পাশাপাশি বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের প্রথম নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা ৪০ মিনিটে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মন্ত্রিপরিষদ সদস্য, জাতীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় ছায়েদুল হকের মরদেহে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর হেলিকপ্টারে করে নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিয়ে যাওয়া হবে মন্ত্রীর মরদেহ। সেখানে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। শনিবার ছায়েদুল সকাল ৮টার পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন ছায়েদুল হক।
চলতি বছরের ১৬ সেপ্টেম্বর তিনি এ বিশ্ববিদ্যালয়ের ২১১নং কেবিনে নিউরো মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ভর্তি হন। আইসিইউতে চিকিৎসাধীন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জীর অধীনে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে জ্বর, জটিল ইউরিন ইনফেকশন ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন।
মোহাম্মদ ছায়েদুল হক ১৯৪২ সালের ৪ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জন্ম গ্রহণ করেন। তার নির্বাচনী এলাকা ছিল ব্রাহ্মণবাড়িয়া-০১।