আ.লীগের নেতারা হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে: ড. মঈন খান

0
0

আওয়ামী লীগ হিংসার রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের নেতারা ভুয়া উন্নয়নের নামে হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। গ্রামের দরিদ্র মানুষের উন্নয়নের দিকে তাদের নজর নেই। ঢাকা শহরের ধনী মানুষ, যারা আওয়ামী লীগের রাজনীতি করে, তাদের উন্নয়নের রাজনীতি করছে বর্তমান সরকার।

শুক্রবার দুপুরে নরসিংদীর পলাশের চরনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আব্দুল মঈন খানের বাবা ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৩৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আব্দুল মঈন খান বলেন, বিএনপি জিয়ার আদর্শে ও খালেদা জিয়ার নেতৃত্বে সত্যিকারের উন্নয়নের রাজনীতি করবে। হিংসার রাজনীতি পরিহার করে এদেশে আইনের রাজনীতি প্রতিষ্ঠা করবে। বর্তমান স্বৈরাচারী, একদলীয় ও বাকশালী সরকারকে হটিয়ে দিয়ে বিএনপি এদেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস আহমেদ খোকন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, যুগ্ম-সম্পাদক আকবর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে ড. আব্দুল মঈন খান ও বিএনপি নেতারা সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।