গাজীপুরে বৃহস্পতিবার নির্মাণাধীন একটি মসজিদ থেকে ওই মসজিদেরই প্রহরীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আব্দুল মোতালেব মিয়া (৬৮)। সে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার বাগতা গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।
গাজীপুর সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ফয়সাল আহমেদ সরকার জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া পূর্বপাড়া এলাকায় ফাইজুর রহমানের বাড়ি ভাড়া থাকতেন মোতালেব মিয়া। তিনি এলাকায় পরিত্যাক্ত বোতল ও মালামাল সংগ্রহ করে বিক্রি করতেন। সপ্তাহখানেক আগে তাকে স্থানীয় নির্মাণাধীন সরকারবাড়ি জামে মসজিদে প্রহরী হিসেবে নিয়োগ দেয়া হয়। প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে মোতালেব বাসা থেকে বের হয়ে মসজিদে চলে যান। বৃহস্পতিবার ভোরে মসজিদের মুয়াজ্জিন ফজরের আজান দিতে গিয়ে মসজিদের ভিতরে মোতালিবের গলা কাটা রক্তাক্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, মোতালেব মিয়া পেশায় একজন টোকাই। দিনভর পুরানা বোতল ও মালামাল সংগ্রহের কাজ করতেন। রোববার থেকে মোতালিব প্রতিদিন ওই মসজিদে গিয়ে রাতযাপন শুরু করেন। ধারালো অস্ত্রে তার ঘাড় থেকে গভীরভাবে কাটা ছিল। কারো সঙ্গে তার বিরোধ ছিল এমন তথ্য এলাকায় পাওয়া যায়নি।