গাজীপুরে ভাওয়াল কলেজের ছাত্রাবাসে আগে খাবার নেওয়াকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে কুপিয়েছে প্রতিপক্ষরা

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রবাসে আগে খাবার নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় এক ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে প্রতিপক্ষরা। গুরুতর আহত ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ শহীদ তাজউদ্দীন আহমদ ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বুধবার রাত সাড়ে সাতটার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দিয়েছেন। আহত ছাত্রের নাম মোঃ আসাদুজ্জামান (২৪)। তিনি ওই কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র।

কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার ওই কলেজের শহীদ তাজউদ্দীন আহমদ ছাত্রাবাসের ডাইনিং রুমে বুধবার বেলা পৌনে তিনটার দিকে আগে খাবার নেয়াকে কেন্দ্র করে আসাদুজ্জামানের সঙ্গে একই ছাত্রবাসের নিবাসী ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ফেরদৌসের প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। খবর পেয়ে কলেজের উপাধ্যক্ষ মোঃ নূরুজ্জামান খান ও ছাত্রাবাস সুপার কাউসার আলম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মিটমাট করে দেন। তারা ঘটনাস্থল ত্যাগ করার পরপরই ছাত্রাবাসের সামনে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে আসাদুজ্জামানকে এলোপাতাড়ি কোপায়। পরে গুরুতর আহত আসাদুজ্জামানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহত আসাদুজ্জামানের অবস্থা সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর জেরিনা সুলতানা জানান, হামলায় এক ছাত্র গুরুতর আহত হওয়ার ঘটনায় শহীদ তাজউদ্দীন আহমদ ছাত্রাবাসটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বুধবার রাত সাড়ে সাতটার মধ্যে ছাত্রদের ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।

জয়দেবপুর থানার এসআই হুমায়ূন কবির-১ জানান, খাবার নেয়াকে কেন্দ্র করে দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। এতে এক ছাত্র গুরুতর আহত হয়েছে।