হাতীবান্ধায় ৩ শত বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

0
0

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৩শত বোতল ফেনসিডিলসহ সবেত আলী (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৯ ডিসেম্বর) দিনগত রাত ৯টার দিকে ঐ উপজেলার দক্ষিণ পারুলিয়ার বাজার নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সবেত উপজেলার সিঙ্গিমারী এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, শনিবার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ পারুলিয়ার বাজার নামক এলাকায় অভিযান চালিয়ে ৩শ’ বোতল ফেনসিডিল ও একটি বাইসাইকেলসহ সবেতকে আটক করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।