যশোরে পুলিশি অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৭৫

0
117

যশোর জেলার ৯ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় অস্ত্র-গুলি, ট্রাক, মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ ৭৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত চলে এই অভিযান। এ ব্যাপারে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন, আটককৃতদের মধ্যে কোতোয়ালি থানা পুলিশ ১৬, চৌগাছা পাঁচ, শার্শা পাঁচ, ঝিকরগাছা পাঁচ, বেনাপোল ১৯, কেশবপুর ৯, মণিরামপুর ১১, অভয়নগর দুই ও বাঘারপাড়া থানা পুলিশ তিনজনকে আটক করে।

যশোরের ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। পরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার করে। এ ছাড়া বেনাপোল থানা পুলিশ একটি ট্রাক ও একটি মোটরসাইকেল জব্দ করেছে। এ সময় যশোরের ডিবি পুলিশ শার্শা বৃত্তিবারিপোতা গ্রাম থেকে একটি শ্যুটারগান ও এক রাউন্ড গুলি জব্দ করে।