রংপুর সিটি করপোরেশননির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায়নিজের ভাতিজা এইচ এম আসিফ শাহরিয়ারকে দল থেকে বহিষ্কারকরেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।এ বিষয়েনিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। রবিবার গুলশানে এক সংবাদসম্মেলনে তিনি বলেছেন, সে আমারই আপন ভাতিজা। তাকেবহিষ্কার করার একটাই কারণ। সে দলের সিদ্ধান্ত অমান্য করেছে। ভাইহোক-ভাতিজা হোক, যেই হোক না কেন, আমার কাছে দল বড়।আসিফ এরশাদের আপন ছোটভাই মোজাম্মেল হোসেন লালুর ছেলে।উলেখ্য, রসিক নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জাতীয়পার্টির রংপুর শাখার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে দলেরমনোনয়ন দেন এরশাদ। তার সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী
প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসিফশাহরিয়ার।একারণে জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদসহ দলীয়সব পদবি থেকেও আসিফ শাহরিয়ারকে বহিষ্কার করা হয়। রসিকনির্বাচনে জয়ের আশা প্রকাশ করে এরশাদ বলেন, ‘আমাদের যে অবস্থাতাতে রংপুরে আমরা জিতবো। বিপুল ভোটে জিতবো। রংপুরনির্বাচনের পরই আমরা জাতীয় নির্বাচনের কার্যক্রম শুরু করবো।সম্প্রতি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতিদেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি নিন্দাজানিয়েছেন এরশাদ। প্রতিবাদে আগামী ১২ ডিসেম্বর বিক্ষোভকর্মসূচিও ঘোষণা করেছেন তিনি।জাপা চেয়ারম্যান বলেন, আমরাফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারে বিশ্বাস করি। ডোনাল্ডট্রাম্পের এই সিদ্ধান্তে সারাবিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে।জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন বসেছে। আমরাওগোটা বিশ্বের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অবিলম্বেজেরুজালেমকে ইসরায়েলের দখলমুক্ত করার আহ্বান জানাচ্ছি।সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টিরপ্রেসিডিয়াম সদস্য পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলামমাহমুদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়ামসদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা,অধ্যাপক দেলোয়ার হোসেন, সুনীল শুভ রায়, আব্দুস সবুর আসুদ,কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব নূরুজ্জামান নূরু,জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু ওবিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।