লোকজন আমাদের গুম পরিবারের লোক বলে- এক কথায় নিজেদের যাতনা বুঝিয়ে দিলেন সাজেদুল ইসলাম সুমনের বোন আফরোজা ইসলাম আঁখি।ছলছল চোখে আঁখি বললেন, এই পরিচয়ে পরিচিত হতে চাই না। চার বছর আগে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নেওয়া হয় বিএনপির ঢাকা মহানগরের ২৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমনকে।তারপর আর কোনো খোঁজ মেলেনি তার। আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারে দ্বারে ধরনা দিয়েও কোনো ফল পায়নি তার পরিবার। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সুমনের আরেক বোন ফেরদৌসী রহমান বলেন, আমি চার বছরে ২০ বারের মতো এখানে দাঁড়িয়েছি। কথা বলার মতো শক্তি আর থাকবে কি না, জানি না।২০১৩ সালের ৪ ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সুমনসহ বেশ কয়েকজনকে তুলে নেওয়া হয়েছিল। ওই সময়কালে অন্তত ১৯ জনকে তুলে নেওয়া হয়েছিল, যারা আর ফিরে আসেনি। রোববার সংবাদ সম্মেলনে তাদের স্বজনদের সঙ্গে আসা ফেরদৌসী বলেন, ভাইয়ের খোঁজে সবার কাছে গেছি। কিন্তু ভাই তো আজও ফিরে আসেনি। এখন কার কাছে যাব?ফরমালি বক্তৃতা দিতে আর ইচ্ছে করে না। আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে, অথচ থানায় গেলে বলে নিখোঁজের ডায়েরি করতে। এটা কী করে সম্ভব!
নিখোঁজ এই ব্যক্তিদের স্বজনদের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর দিকে হলেও র্যাব কিংবা পুলিশের কর্মকর্তারা বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে তাদের খোঁজও দিতে পারেনি বাহিনীগুলো। দেশে-বিদেশি মানবাধিকার গোষ্ঠীগুলো গত কয়েক বছরের গুমের ঘটনায় সরকারের দিকে অভিযোগের আঙুল তোলা হলেও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারি কর্তাব্যক্তিরাও তা অস্বীকার করে আসছেন। ফেরদৌসী বলেন, আতঙ্ক নিয়ে থাকি; আবারও যদি কোনো ফোন আসে যে এসব পরিবার থেকে আরও কেউ হারিয়ে গেছে।সুমনের সঙ্গেই তুলে নেওয়া হয় ছাত্রদলের নেতা পারভেজ হোসেনকে। তখন তার এক বছর বয়সী মেয়ে রিদি হোসেন এখন পাঁচ বছরের; কথাও বলতে পারে।
সংবাদ সম্মেলনে এসে রিদি বলে, পাপা আমি বড় হচ্ছি। আমার সাথে খেলবে না? ফিরে এস পাপা। পাপাকে ফিরিও দাও।নিখোঁজ ছাত্রদল নেতা সেলিম রেজা পিন্টুর বড় বোন রেহেনা বানু মুন্নি বলেন, বাসা থেকে তার ভাইকে তুলে নেওয়া হয়।জানি না, ভাই বেঁচে আছে কি না? মুন্নির মতে সংবাদ সম্মেলনে আসা অন্যরাও অনিশ্চিত তাদের স্বজনের বিষয়ে। এই স্বজনরা জানান, প্রতিবছর ৪ ডিসেম্বর এই দিনটি পালন করা হলেও এবার বিশ্ব মানবাধিকার দিবসের সঙ্গে মিল রেখে তারা পালন করছেন।
সুমনের বৃদ্ধ মা হাজেরা খাতুনের সভাপতিত্বে এই সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি নেতা রুমিন ফারহানা, অধিকারকর্মী সিআর আব্রাফ, নুর হোসেন লিটন বক্তব্য রাখেন।
বাংলাদেশে গত কয়েক বছরের গুমের ঘটনার পেছনে প্রতিবেশী দেশ ভারতের গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলে দাবি করেছেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, অনেকগুলো গুম-খুনের সঙ্গে সরকারের সাথে সাথে পাশের দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা জড়িত বলে আমি বিশ্বাস করি।
ফরহাদ মজহারের সাম্প্রতিক অন্তর্ধানের প্রসঙ্গ ধরে জাফরুল্লাহ বলেন, ফরহাদ মজহার ভাগ্যবান, তার স্ত্রী ভাগ্যবান, কারণ ফরহাদ ফিরে এসেছে। ফরহাদ জীবিত ফিরে আসার অন্যতম কারণ পুলিশ ও র্যাবের সক্রিয়তা। সেদিন যদি পুলিশ সঙ্গে সঙ্গে সক্রিয় না হত, আজকে ফরহাদ মজহার ফিরে আসতে পারত না।র্যাব আর বিডিআর (বিজিবি) সক্রিয় না হত, তাহলে হয় তার মৃতদেহ পাওয়া যেত অথবা তার বডিটা পাওয়া যেত সালাউদ্দিনের মতো ভারতের মাটিতে।
তবে যাদের নিয়ে রোববারের সংবাদ সম্মেলন, তাদের নিখোঁজ হওয়ার পেছনে সরকারের হাত রয়েছে বলে মনে করেন জাফরুল্লাহ।তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, আপনি কেন এই মায়ের, এই বোনের-ভাইয়ের কান্না শুনতে পান না। আপনি মানবতার নারী হিসেবে পরিচিত হলে চলেছেন, মানবতার মা হিসেবে আপনাকে উদ্যোগ নেওয়ার জন্য আমি, আমরা সবাই বিনয়ের সাথে অনুরোধ করছি।অনুগ্রহ করে এই অমানবিক কাজটা বন্ধ করুন। তা না হলে এই মুক্তিযুদ্ধ, যেটা নিয়ে এত বড়াই করি। তা অর্থহীন হবে, বলেন মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ।
মান্না বলেন, আমি নিজেও এক সময় গুমের প্রচেষ্টার শিকার হয়েছিলাম। সেই অনুভূতির কথা আমি গত বছর বলেছিলাম।এখানে যারা কথা বলেছেন। তারা বলেছেন যে অভিযোগ করতে গেলে অভিযোগ নেয় না। অথবা চাপের মুখে অভিযোগ নিলেও কোনো তদন্ত হয় না বা তদন্তের অগ্রগতি হয় না। মান্না বলেন, আমি নিজে আওয়ামী লীগ করেছি বহুদিন। বড় বড় দলগুলোর মধ্যে যে রকম প্রবণতা দেখি, যিনি মূল দায়িত্বে থাকেনৃ.. প্রধানমন্ত্রী তাকে যারা পরামর্শ দেন, এই লোকগুলো নিজেদের, প্রধানমন্ত্রীর কিংবা শীর্ষ কর্মকর্তার এবং দেশের ক্ষতি করছেন।
গত পাঁচ বছরে মানবাধিকার লঙ্ঘনের ১৮৫টি ঘটনার ক্ষেত্রে প্রতিবেদন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। কিন্তু মন্ত্রণালয় এই সময়ে একটি চিঠিরও কোনো জবাব দেয়নি। এখন মানবাধিকার লঙ্ঘনের ঘটনার অনুসন্ধানের চেয়ে সভা-সেমিনার ও সম্মেলন নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে কমিশন। বছরজুড়ে অসংখ্য গুম, নিখোঁজ ও অপহরণের ঘটনা ঘটলেও গত এক বছরে কমিশন মাত্র চারটি ঘটনার অনুসন্ধান করেছে। এই প্রেক্ষাপটে আজ বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘আমাদের কাছে বেশির ভাগ অভিযোগ আসে পুলিশের বিরুদ্ধে। আমরা যখন এসব অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাই, তখন তাদের কাছ থেকে তেমন সাড়া পাই না, যা আমাদের হতাশ করেছে।জাতীয় মানবাধিকার কমিশন আইনের ১৮(১) ধারা অনুযায়ী কমিশন সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তাদের সদস্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ক্ষেত্রে নিজ উদ্যোগে বা দরখাস্তের ভিত্তিতে সরকারের কাছে প্রতিবেদন চাইতে পারবে। সরকারকে ওই প্রতিবেদন দ্রুত কমিশনকে দিতে হবে। এ ব্যাপারে কমিশন কোনো সুপারিশ করলে তা বাস্তবায়ন করে ছয় মাসের মধ্যে কমিশনকে জানাতে হবে। কমিশনের অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইনের কোনো তোয়াক্কাই করছে না।
জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, তাঁর কাছে মানবাধিকার কমিশন থেকে যে তালিকা দেওয়া হয়েছিল, সে বিষয়ে তিনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। কেন তাঁরা এসব ঘটনা তদন্ত করেননি, তা তিনি খতিয়ে দেখবেন বলে জানান। কমিশনের দুজন কর্মকর্তা বলেন, অভিযোগ নিয়ে কমিশনের কর্মকর্তারা বিভিন্ন সময় মন্ত্রণালয়ের জননিরাপত্তা সচিবের সঙ্গে যোগযোগ করে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের বিভিন্ন সভা-সেমিনারে অনুরোধ জানানো হয়েছে তদন্ত করে প্রতিবেদন পাঠানোর জন্য। সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে একটি তালিকাও দেওয়া হয়েছে। সবাই বলেছেন ব্যবস্থা নেবেন, কিন্তু কেউই কিছু করছেন না।
জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য ও সাবেক সচিব মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের উচিত রেসপন্স” করা। পুরোনোগুলো শেষ না হওয়ায় নতুন ঘটনা নিয়ে আমরা দৌড়ঝাঁপ করতে পারছি না। মানবাধিকার কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো এক চিঠিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান নিখোঁজ হওয়ার বিষয়ে গত ৯ নভেম্বর বলা হয়েছে, গুম, অপহরণ ও নিখোঁজ হওয়া মানবাধিকারের চরম লঙ্ঘন। এ বিষয়ে প্রতিবেদন না পেয়ে ৩ ডিসেম্বর তাগাদা দেওয়া হয়। গতকাল পর্যন্ত তারও কোনো জবাব মেলেনি।
কমিশন সূত্রে জানা গেছে, ২০১২ সালে কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৪টি, ২০১৩ সালে ১০টি, ২০১৪ সালে ৫৩টি, ২০১৫ সালে ৭৩টি, ২০১৬ সালে ১৬ টি এবং ২০১৭ সালে ২৯টি অভিযোগ পাঠানো হয়েছে। মানবাধিকার কমিশনের তথ্যে দেখা গেছে, এ বছরের প্রথম ৬ মাসে ৫২ ব্যক্তি গুমের শিকার হন। কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ৮৭ জন। পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে ১২৬টি। কিন্তু এসব বিষয়ে কমিশন কিছুই করতে পারছে না।
মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, রাজনৈতিক কর্মী থেকে সাবেক রাষ্ট্রদূতÑগুমের শিকার থেকে কেউ বাদ যায়নি। এমন একটি পরিস্থিতিতে মানবাধিকার কমিশনের এসব বিষয়ে নজর না দেওয়ার বিষয়টি তাদের ব্যর্থতার কথাকেই স্মরণ করিয়ে দেয়। কমিশনের এই ভূমিকা না নেওয়ার বিষয়টি আমাদের হতাশ করেছে। গুমের ঘটনার বিষয়ে কমিশন একটি কাজই করেছে তা হলো, সভা করে এর নিন্দা করা। অব্যাহতভাবে গুম ও অপহরণ বেড়ে যাওয়ার পর গত আগস্ট মাসে কমিশনে এক সভা করে এসব ঘটনাকে ‘নিন্দনীয়’ বলে আখ্যায়িত করেন কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
গুমের ঘটনায় কোনো তথ্যানুসন্ধান নেই কেন, এমন প্রশ্নের জবাবে কমিশনের চেয়ারম্যান রিয়াজুল হক বলেন, গুম এমন একটি বিষয়, এর তদন্ত করার মতো মেশিনারি আমাদের নেই। কারণ, সেখানে স্পটে গিয়ে তো কাউকে পাওয়া যায় না। তিনি বলেন, গুম বা বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে তদন্তের ঘাটতির জন্য প্রতিষ্ঠানের কম লোকবল একটা কারণ বলে জানান তিনি।
গত এক বছরে মোট চারটি তথ্যানুসন্ধান প্রতিবেদন দেয় কমিশন। এর মধ্যে নাসিরনগরে সংঘটিত সাম্প্রদায়িক হামলা, টঙ্গী বিসিক শিল্পনগরীর টাম্পাকো ফয়েলস লিমিটেডে সংঘটিত দুর্ঘটনা, রাঙামাটির লংগদুতে হামলা এবং রাঙামাটির নানিয়ারচরে রোমেল চাকমা নামের এক তরুণের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নিহত হওয়ার ঘটনা। এর মধ্যে গুরুতর রোমেল হত্যার প্রতিবেদনে এভাবেই সিদ্ধান্ত দেয় কমিশন: ‘আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, তবে তার দায়ভার সংশ্লিষ্টরা এড়িয়ে যেতে পারে না।
সুলতানা কামাল বলেন, এভাবে একটি খুনের ঘটনায় সমাপ্তি টানা যথেষ্ট নয়। এ ধরনের প্রতিবেদন দুর্ভাগ্যজনক। গত এক বছরে একটিও গুম বা বিচারবহির্ভূত হত্যার তদন্ত না হলেও এ ধরনের তদন্ত করার অতীত উদাহরণ আছে কমিশনের। ২০১৪ সালে যশোরে রজব আলী নামের এক ব্যক্তির ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার ঘটনা তদন্ত করে কমিশন। কমিশন তাদের প্রতিবেদনে সুনির্দিষ্ট করে বলে, রজব আলীর নিহত হওয়ার ঘটনাটি বন্দুকযুদ্ধ নয়। পুলিশের গুলিবর্ষণও আত্মরক্ষার প্রয়োজনে হয়নি। কমিশন সূত্র বলছে, গত এক বছরে ১৮টি গুমের অভিযোগ তারা পেয়েছে। এর একটিরও তদন্ত নিজেরা বা অন্য কোনো প্রতিষ্ঠানকে দিয়ে করানোর কোনো উদ্যোগ কমিশন নেয়নি।
মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, মানুষ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য কমিশনের কাছে আসবে। কমিশনকে তাদের কথা শুনতে হবে। কমিশন যদি যথাযথভাবে সেসব বিষয়ে দৃষ্টি না দেয়, তবে সাধারণ মানবাধিকার সংগঠনের সঙ্গে এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের তফাত কী থাকল?