পাবনা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুর রবকে হত্যা চেষ্টার মূল আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবুল হাসান (৪০) পাবনা শহরের দিলালপুর মহল্লার মৃত, খবির উদ্দিন শেখের ছেলে। পুলিশ জানায়, রোববার দুপুর একটার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল ভাড়ারা মসজিদের পাশের একটি বাগানে অভিযান চালিয়ে আবুল হাসানকে গ্রেফতার করে।
উল্লেখ্য, শহরের দিলালপুরস্থ পুরাতন পাসপোর্ট অফিসের সামনে নিজ বাড়ির নির্মান কাজের সময় এলাকার চিহ্নিত সমন্ত্রাসী আবুল হাসান ও তার ছেলে নাহিদ হোসেন চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়াতে সন্ত্রসীরা গত বৃহস্পতিবার তার বাড়ির নির্মান সামগ্রী আটকে রাখে। পরে শিক্ষক আব্দুর রব বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তার ওপর হামলা করে আহত করে। এই ঘটনায় আহত শিক্ষকের স্ত্রী রুনা লাইলা বাদী হয়ে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওসি আব্দুর রাজ্জাক জানান, মামলার অপর আসামী হাসানের ছেলে নাহিদ হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।