জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০১৭ উপলক্ষে পাবনা জেলার সেবা খাতে সর্ব্বোচ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রদানকারী হিসেবে রোববার পাবনা প্যারাডাইস সুটসকে রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে ক্রেষ্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজের ডাঃ কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে ‘রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১‘ বাস্তবায়নে ভ্যাটের গুরুত্ব শীর্ষক সেমিনার ও আলোচনা অনুষ্ঠানে সর্ব্বোচ ভ্যাট প্রদানকারী হিসেবে পাবনা প্যারাডাইস সুইটস এর পরিচালক এবিএম সামসুজ্জোহা লাল বাবুর হাতে ক্রেষ্ট ও সম্মাননাপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ নুর-উর- রহমান, ডিআইজি রাজশাহী রেঞ্জ এম খুরশিদ হোসেন বিপিএম, রাজশাহী পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান পিপিএম, রাজশাহী অঞ্চলের কর কমিশনার ড. খন্দকার মোঃ ফেরদৌস আলম, রাজশাহী চেম্বারের সভাপতি মোঃ মনিরুজ্জামান ও কমিশনার কাষ্টমস্ এক্সাসাইজ ও ভ্যাট কমিশনারেট মোঃ মোয়াজ্জেম হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ।