‘দু-একদিনের মধ্যেই ডিএনসিসির নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত’

0
141

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনের বিষয়ে আগামী দু-একদিনের মধ্যেই সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালউদ্দিন আহমেদ। আজ রোববার দুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন হেলালউদ্দিন আহমেদ।

নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনের বিষয়ে আগামী দু-একদিনের মধ্যেই সম্ভবত সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু ওই সিটিতে ১৮টি ওয়ার্ড সংযুক্ত হয়েছে, সেগুলো নিয়ে নাকি বাদ দিয়ে নির্বাচন করা হবে, কীভাবে নির্বাচন করা যায় সেসবের আইনগত বিষয়গুলো খতিয়ে দেখতে নির্বাচন কমিশন বৈঠক করবে বলেও তিনি জানান।

এর আগে সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদার সভাপতিত্বে সভায় পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার ও গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। ২৮ ডিসেম্বর দেশের ছয়টি পৌরসভা, ৩৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন, ৮৯টি ইউনিয়ন পরিষদ ও চারটি পৌরসভার বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।