তিন দিনের সফরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে পৌঁছেছেন বিশ্ব ফুটবলের রাজপুত্র দিয়াগো ম্যারাডোনা। রোববার স্থানীয় সময় রাত আটটায় কলকাতায় বিমান বন্দরে অবতরণ করেন বিশ্ব নন্দিত ফুটবলার। দিয়াগো ম্যারাডোনা নিরাপত্তায় রোববার বিকেল থেকে নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমান বন্দর নিরাপত্তা চাদরে মুড়ে দেয়া হয়েছিল।
রাতে বিমান থেকে নেমে তার গাড়িতে ওঠার আগ মূহুর্তে আগত ভক্তদের হাত নাড়িয়ে অভিবাদন গ্রহণ করেন তিনি। সোমবার কলকাতায় বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে তার। সল্টলেকের শ্রীভূম ক্লাবের আয়োজনে ক্যান্সার আক্রান্তদের সঙ্গে একটি দীর্ঘ সাক্ষাতকার করবেন তিনি। এদিন বিকেলে বোরিয়া মজুমদার স্পোটিং মিউজিয়ামে ২৫ ফুটের ম্যারাডোনার মূর্তি বসছে। ঐতিহাসিক সেই সময়ের সাক্ষী থাকবেন শশীরের ম্যারাডোনা।
মঙ্গলবার কলকাতার অদূরে উত্তর চব্বিশ পরগনার জেলার বারাসতের আদিত্য একাডেমির একটি বেসরকারি স্টেডিয়ামে ম্যারাডোনা একটি প্রদর্শনী ম্যাচ খেলতে দেখা যাবে। চল্লিশ মিনিটের ওই ম্যাচে কলকাতার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াও কলকাতার বিভিন্ন জগতের সেরা মুখগুলো দেখা যাবে বলে জানা গেছে। বুধবার কলকাতার চেতলা আগ্রগামী ক্লাবের আয়োজনে সাড়ম্বর অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন ম্যারাডোনা।