লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা বিখ্যাত ‘সালভাদর মুন্ডি’ চিত্রকর্মটির ক্রেতা সৌদি ক্রাউন প্রিন্স

0
333

লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা বিখ্যাত সেই চিত্রকর্মটি কিনেছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। গত মাসে নিলামে ৪৫০ মিলিয়ন ডলার রেকর্ডমূল্যে এটি বিক্রি করা হয়। বাংলাদেশি টাকায় যার মূল্য ৩,৭০০ কোটিরও বেশি। ‘সালভাদর মুন্ডি’ শিরোনামের সেই চিত্রকর্মটির ক্রেতার পরিচয় প্রথমে প্রকাশ করা হয়নি।

নিলাম সংক্রান্ত নথি গেঁটে পরে দেখা যায়, ক্রেতা হিসেবে সৌদি প্রিন্স বদর বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ফারহান আল-সৌদের নাম দেয়া হয়েছে। রাজপরিবারের অন্য সদস্যের মতো তিনি খুব একটা পরিচিত নন। চিত্রকর্ম সংগ্রহে তার খুব একটা আগ্রহ কোনো কালে ছিল বলেও শোনা যায় না। তা ছাড়া তিনি ততটা ধনবানও নন। তাই খুব স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে রহস্য তৈরি হয়। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, সেই ক্রেতা আর কেউ নন, স্বয়ং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।