রংপুরের মেয়র প্রার্থী ভাতিজা আসিফকে বহিষ্কার করলেন এরশাদ

0
254

ভাতিজা মকবুল শাহরিয়ার আসিফকে দলের সব ধরনের পদ ও পদবী থেকে বহিষ্কার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার নির্দেশ অমান্য করে আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুক্রবার দুপুরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। দলের কোনও সদস্য মকবুল শাহরিয়ার আসিফের পক্ষে তার নির্বাচনী কাজে অংশ নিলে তাকেও জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হবে বলে নির্দেশনা জারি করেছেন এরশাদ।

এর আগে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নিজেকে মেয়র প্রার্থী ঘোষণা দেওয়ায় আসিফকে চূড়ান্তভাবে সতর্ক করেন হুসেইন মুহম্মদ এরশাদ। উল্লেখ্য, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রংপুর মহানগর জাপা সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা।