গত অক্টোবর থেকেই ছুটি চেয়ে চেয়ে অস্থির বিরাট কোহলি। ছুটিটা পেয়েছেন। খেলছেন না সফরে আসা শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে। অন্যদিকে তার প্রেমিকা আনুশকা শর্মা বাতিল করেছেন ডিসেম্বরের সমস্ত কাজের পরিকল্পনা। তাতে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বেশ ফলাও করেই প্রচার করছে, ডিসেম্বরের আরেকটি সপ্তাহ ঘুরলেই বিয়ের বন্ধনে আটকা পড়তে যাচ্ছেন কোহলি-আনুশকা!
বুধবার ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ জানাচ্ছে, সামনের সপ্তাহেই বিয়ে করতে যাচ্ছেন ভারত অধিনায়ক এবং বলিউড নায়িকা জুটি। তারিখটা ১২ ডিসেম্বর হওয়ার সম্ভাবনাই বেশি। তারকা জুটির বিয়েটা হতে পারে ইতালিতে। সম্পূর্ণ ঘরোয়াভাবে হবে যাবতীয় অনুষ্ঠান। খেলার মধ্যে থাকায় কোহলির জাতীয় দল সতীর্থরা এমনিতেই দাওয়াত পাচ্ছেন না। আনুশকার বলিউডপাড়ার কোন বন্ধু-সহকর্মীও দাওয়াত পাবেন না বলে জানা যাচ্ছে। বিবাহত্তোর অনুষ্ঠান হতে পারে ২১ ডিসেম্বর, ভারতের মাটিতে। তখন অবশ্য নিরাশ হতে হবে না, দাওয়াত মিলবে কাছের মানুষদের সকলেরই। বিয়ের ব্যাপারে অবশ্য মুখ খুলছেন না কোহলি বা আনুশকার ঘনিষ্ঠজনদের কেউই।
জীবনের নতুন ইনিংসের বাদ্যবাজার অপেক্ষায় থাকা কোহলির আরেকটি সুসংবাদ মিলেছে বুধবার। ব্যাটসম্যানদের টেস্ট র্যাঙ্কিংয়ের দুইয়ে উঠে এসেছেন ভারত কাপ্তান। লঙ্কানদের বিপক্ষে সদ্যগত তিন টেস্টে দুই দ্বি-শত ও এক শতকে ৬১০ রান করেছেন কোহলি। তাতে রেটিং পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে ৮৯৩তে। ৯৪১ পয়েন্টে সবার উপরে আছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ।