দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দাগনভূঞার যুবক নিহত

0
139

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দাগনভূঞার আনোয়ার হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে সেখানকার বেলকম শহরের নিকটে ভরনবিল নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের তাহের কোম্পানী বাড়ীর রেজাউল হকের ছেলে আনোয়ার হোসেন ওই দিন মাগরিবের নামাজ শেষ করে দোকানের কাউন্টারে আসার সাথে সাথেই একদল আফ্রিকান কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। আহতের চিৎকারে স্থানীয় বাঙ্গালীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। দীর্ঘ ৬/৭ বছর পূর্বে সোনার হরিণ ধরার আশায় আফ্রিকায় পাড়ি জমায় আনোয়ার। প্রথমে অন্যের দোকানে চাকুরী করে পরবর্তীতে নিজেই বেলকম শহরে ব্যবসা করে আসছিল। আফ্রিকার একদল সন্ত্রাসী দীর্ঘদিন যাবৎ তার কাছে চাঁদা দাবী করে আসছিল। চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা দোকানে একা পেয়ে গুলি করে পালিয়ে যায়। তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের মাতম চলছে এবং এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। নিহতের ভাই মাসুদ খান জানান, নিহতের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।