ছাত্রলীগ নেতা মোমিন হত্যা মামলায় ২ জনের ফাঁসি

0
149

রাজধানীর কাফরুলে ২০০৫ সালে কলেজ ছাত্র ও জাসদ ছাত্রলীগ নেতা মোমিন হত্যা মামলায় ২ জনের ফাঁসি ও ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে উত্তর ইব্রাহিমপুরে বাসার সামনে ঢাকা কমার্স কলেজের ছাত্র মোমিনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ওইদিনই নিহতের বাবা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মতিঝিল থানার সাবেক ওসি রফিকুল ইসলামকে প্রধান আসামি করে ২৬ জনের নাম উল্লেখ করা হয়। এ মামলায় ২০১১ সাল ওসি রফিকসহ ৩ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। তবে, ২০১৫ সালের ২২ ডিসেম্বর কারাবন্দি অবস্থায় মারা যান ওসি রফিক। এই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি কারাগারে আছে, বাকিরা পলাতক।