গত এক মাসেও খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ঠিক করা হয়নি। প্রতিদিনের জোয়ায় ভাঠায় ভাঙন এলাকা বিস্তৃত হচ্ছে। তাছাড়া নতুন করে বাঁধের ব্যাপক এলাকা জুড়ে ফাটল দেখা দেয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়ারা।
উল্লেখ উপজেলার বোয়ালিয়া চরের বিলের ওয়াপদার বেড়িবাঁধে গত ৪ নভেম্বর ভাঙন দেখা দেয়। বিষয়টি তাৎক্ষণিক ভাবে পদক্ষেপ না নেয়ায় জোয়ারে ১৬নং পোল্ডারের ওয়াপদার বিস্তৃীর্ণ এলাকা ভেঙে নদে বিলিন হয়। ভেসে যায় ২ হাজার বিঘার ৮০টি চিংড়ি ঘের। তলিয়ে যায় কয়েকশ একর আমনের খেত। এতে কোটি টাকা ক্ষয় ক্ষতি হয়।স্থানীয়রা জানান, গত এক মাসেও কোনো ব্যবস্থা না নেয়ায় ওয়াপদার বাঁধে ব্যাপক এলাকা জুড়ে ফাটল দেখা দিয়েছে। এতে বৃদ্ধি পাচ্ছে ভাঙন এলাকা। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ক্ষতিগ্রস্ত এলাকাবাসী আবারো ভাঙনের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছে। কর্তৃপক্ষ বাঁধ নির্মাণের ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হচ্ছে। সম্প্রতি, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. শেখ মো. নূরুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আ.লীগ সদস্য সচিব মোঃ রশিদুজ্জামান মোড়লসহ কর্তৃপক্ষ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।স্থানীয় চিংড়ি চাষি আবুল হোসেন মোড়ল জানান, বাঁধের ভাঙনে নতুন নতুন এলাকা প্লাবিত হলেও এখন পর্যন্ত মেরামতের জন্য কোনো তোড়জোড় দেখা যাচ্ছে না। এ ভাঙনে ইতোমধ্যে বোয়ালিয়া থেকে আগড়ঘাটা পর্যন্ত ২ হাজার একরের ৮০টি চিংড়ি ঘেরের লাখ লাখ টাকার মাছ ভেসে গেছে। শতশত বিঘা আমন ধানের ক্ষেত তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা ফরিদ উদ্দীন জানান, টাকা সংগ্রহ করে দ্রুত যাতে বাঁধ মেরামত হয় সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।