বাউবি‘তে নবীন এমফিল গবেষকদের কর্মশালা

উচ্চ শিক্ষা সম্প্রসারণে বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এমফিল প্রোগ্রামে আবেদনকৃত গবেষকদের নিয়ে সোমবার দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ÔÔHow to Prepare a Research ProposalÓ শীর্ষক এ কর্মশালা গাজীপুরের বোর্ডবাজারস্থিত বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন গবেষণা প্রস্তাবনা, প্রয়োগ কৌশল নিয়ে আলোচনা করেন। কর্মশালায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন স্কুল অব এডুকেশন এর ডিন ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর সুফিয়া বেগম ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. মুহা: শফিকুল আলম। কর্মশালায় উচ্চ শিক্ষাস্তরের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের নবীন গবেষকসহ বিভিন্ন পেশার ৭০ জন অংশ গ্রহণ করেন।